অধ্যক্ষকে পুকুরে ফেলা : ক্যাম্পাসে ছাত্রলীগ নিষিদ্ধের দাবি, গ্রেপ্তার ৫
রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষকে পুকুরে ফেলে দেওয়ার ঘটনার বিচার দাবিতে মানববন্ধন করেছেন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। শিক্ষক ও কর্মচারীরাও এতে অংশ নেন।
আজ রোববার সকাল ১১টার দিকে ইনস্টিটিউটের সামনের সড়কে মানববন্ধন থেকে ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি এবং ক্যাম্পাসে ছাত্রলীগকে নিষিদ্ধের দাবি জানানো হয়।
এদিকে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ছাত্রলীগের পাঁচ কর্মীকে গ্রেপ্তার করেছে।
ঘটনার সঙ্গে জড়িত রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন সৌরভকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছে। শনিবার রাতে রাজশাহী মহানগর ছাত্রলীগের এক জরুরি সভায় কামাল হোসেন সৌরভকে ছাত্রলীগ থেকে বহিষ্কার এবং পলিটেকনিক শাখা ছাত্রলীগের কমিটির কার্যক্রম স্থগিত করা হয়।
এ ঘটনায় মহানগর ছাত্রলীগের সহসভাপতি কল্যাণ কুমার জয়ের নেতৃত্বে ছয় সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তদন্তে ছাত্রলীগের আর কারো বিরুদ্ধে ঘটনার সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ পেলে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি রকি কুমার ঘোষ।
ক্লাসে নিয়মিত উপস্থিত না থাকা এবং মিডটার্ম পরীক্ষায় অংশ না নেওয়ায় ফাইনাল পরীক্ষার ফরম পূরণের সুযোগ না দেওয়ায় গতকাল শনিবার দুপুরে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ ফরিদ উদ্দিনকে পুকুরে ফেলে দেয় ছাত্রলীগ কর্মীরা।
এ ঘটনায় গতকাল শনিবার রাত ১০টার দিকে নগরীর চন্দ্রিমা থানায় সাতজনের নাম উল্লেখসহ আরো ৫০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

শ. ম সাজু, রাজশাহী