অন্তর্বর্তী সরকারের হাতে দ্রুত ক্ষমতা হস্তান্তর করতে হবে : মুহম্মদ ইবরাহিম
যুগপৎ আন্দোলনের সঙ্গে ২০ দলীয় জোটের সমমনা ১১ দল সমর্থন জানিয়েছে। ৩০ ডিসেম্বর বাংলাদেশ কল্যাণ পার্টি গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ করবে ১১ দলীয় জোটের অংশ হিসেবেই।
আজ শনিবার রাজধানীর গণস্বাস্থ্য কেন্দ্রের মিলনায়তনে বাংলাদেশ কল্যাণ পার্টির কাউন্সিল পরবর্তী প্রথম নির্বাহী কমিটির সভায় পার্টির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহম্মদ ইবরাহিম বীরপ্রতীক এ ঘোষণা দেন।
ইবরাহিম বলেন, ‘নিরপেক্ষ নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারের হাতে দ্রুত ক্ষমতা হস্তান্তর করতে হবে। এ ছাড়া আর কোনও বিকল্প নেই। জনগণের দাবির প্রতি যারাই অবহেলা করেছে, তারাই ইতিহাসের আস্তাকুড়ে ঠাঁই নিয়েছে।’
দিনব্যাপী এই বৈঠকে সমমনা দলের নেতৃবৃন্দ শুভেচ্ছা জানাতে আসেন। বাংলাদেশ কল্যাণ পার্টির কেন্দ্রিয় নির্বাহী কমিটির প্রথম সভায় আমন্ত্রিত অতিথিবৃন্দ শুভেচ্ছা বক্তব্য দেন। জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, জাগপার মহাসচিব প্রফেসর মো. ইকবাল হোসেন বক্তব্য দেন।
কল্যাণ পার্টির অতিরিক্ত মহাসচিব নূরুল কবির ভূইয়া পিন্টু, যুগ্ম মহাসচিব (সমন্বয়) আবদুল্লাহ আল হাসান সাকিব ও ঢাকা দক্ষিণের সভাপতি আবু হানিফের ব্যবস্থাপনায়, সহসভাপতি আলী হোসেন ফরায়েজি, ফয়সাল মেহেদী, শাহানা শিলা, মাহমুদ খান, শামশুদ্দিন পারভেজ, জাহিদ আবেদিন, মাহবুবুর রহমান শামীম, কাজী ওবায়দুল হক সিরাজী, ইবরাহীম খান সাদাত, জাকারিয়া, ফয়েজুল্লাহ, ডা. এনায়েত, আবু ইউসুফ, জামাল উদ্দীন, এনামুল প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
পার্টির মহাসচিব আবদুল আউয়াল মামুন ভার্চুয়ালী সংযুক্ত থেকে বক্তব্য দেন।