অপহরণের পর অঙ্গ বিক্রির হুমকি : ভুক্তভোগী উদ্ধার, গ্রেপ্তার ৪
চাকরির কথা বলে অপহরণ, এরপর লাখ টাকার মুক্তিপণ। মুক্তিপণ না দিলে অপহরণের শিকার আনোয়ারুল ইসলামের (২২) অঙ্গ বিচ্ছিন্ন করে বিক্রি করে দেওয়া হবে বলে আসে হুমকি। এমন অভিযোগের ২৪ ঘণ্টার মধ্যে ভুক্তভোগীকে উদ্ধার করেছে র্যাব। একই সঙ্গে চার জনকে করা হয়েছে গ্রেপ্তার।
গতকাল বুধবার ঢাকার পল্টন এলাকায় অভিযান চালিয়ে ওই চার জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার চার জন হলেন— মো. আরিফুল ইসলাম ওরফে মাসুম (৪৪), মো. রেফাজুল ইসলাম ওরফে লিংকন (২৭), মো. মতিয়ার রহমান (৫০) ও মো. মজিবর রহমান (৫২)।
এ সময় অপহরণের শিকার ওই যুবক আনোয়ারুলকে উদ্ধার করা হয়। আজ বৃহস্পতিবার র্যাব–৪ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
র্যাব জানায়, ঢাকা মহানগরীর পল্টন এলাকা হতে ছয় লক্ষ টাকার বিনিময়ে মো. আনোয়ারুল ইসলাম চাকরির দেওয়ার কথা বলে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ করেন তাঁর বাবা। গত মঙ্গলবার অভিযোগ করলে মাঠে নামে র্যাব। পরে গতকাল বুধববার আনোয়ারকে উদ্ধার ও ঘটনায় জড়িত থাকার অভিযোগ চার জনকে গ্রেপ্তার করা হয়।
র্যাবের দাবি, গ্রেপ্তার চার জন প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
র্যাব আরও দাবি করেছে, চক্রের চার জন পূর্বপরিচিত এবং তাঁরা পরস্পর যোগসাজশে বেকার যুবকদের টার্গেট করে সখ্য তৈরি করেন। একপর্যায়ে টাকার বিনিময়ে ভালো চাকরি দেওয়ার কথা বলে অপহরণ করেন। পরে অমানবিক নির্যাতন ও মুক্তিপণ দাবি করেন।