আইসিসিআরের নতুন ব্যাচের শিক্ষার্থীদের ভারতীয় হাইকমিশনের সংবর্ধনা
আইসিসিআরের নতুন ব্যাচের শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন। উচ্চ শিক্ষার জন্য ভারতে যাওয়ার আগে হাইকমিশনের চ্যান্সেরি প্রাঙ্গণে শিক্ষার্থীদের এ সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে ৬৫ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীসহ বাংলাদেশের প্রায় ৩০০ নির্বাচিত শিক্ষার্থী অংশ নেন।
আজ বৃহস্পতিবার ভারতীয় হাইকমিশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, ভারতের স্বনামধন্য বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে উচ্চশিক্ষার উদ্দেশ্যে আইসিসিআর বৃত্তির জন্য বাংলাদেশ থেকে ৩০০ শিক্ষার্থীকে নির্বাচিত করা হয়েছে। এদের মধ্যে ঢাকার ১৭০ জন, চট্টগ্রামের ৩২ জন, রাজশাহীর ২২ জন, সিলেটের ২০ জন ও খুলনার ১৬ জন শিক্ষার্থী রয়েছেন। এসব শিক্ষার্থীর মধ্যে ইঞ্জিনিয়ারিং কোর্সগুলোতে সুযোগ পেয়েছেন সর্বাধিক সংখ্যক। এ ছাড়া বাকিরা বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান এবং নৃত্য ও সংস্কৃতি বিভাগে অধ্যায়নের সুযোগ পেয়েছেন। উচ্চ শিক্ষায় ভারত সরকারের বৃত্তিপ্রাপ্তদের মধ্যে প্রায় ৭৪ শতাংশ পুরুষ ও ২৬ শতাংশ নারী।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বাংলাদেশের বিভিন্ন শিক্ষাক্রম থেকে নির্বাচিত হয়ে আসা এই শিক্ষার্থীরা ভারতের বিভিন্ন অঞ্চলের প্রধান শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অধ্যয়ন করবে। এর ফলে তারা ভারতের বিভিন্ন অঞ্চলের সংস্কৃতি-ঐতিহ্যের সঙ্গে যোগাযোগের মাধ্যমে সেই অঞ্চলের বৈচিত্র্যকে উপলব্ধি করবে। এই তরুণ মেধাবীরা তাদের সফল শিক্ষাজীবনের পর, বাংলাদেশের সব ক্ষেত্রে বিশেষ করে সংস্কৃতি, অর্থনীতি, বিজ্ঞান এবং প্রযুক্তির অগ্রগতিতে নেতৃত্ব দিবে বলে আশা প্রকাশ করেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।
সংবর্ধনা অনুষ্ঠানে বিক্রম কুমার দোরাইস্বামী আইসিসিআর ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি তাঁর পেশাগত জীবনের বিভিন্ন অভিজ্ঞতা বিনিময় করেন, যাতে শিক্ষার্থীরা বিদেশে তাদের নতুন জীবনে খাপ খাইয়ে নিতে উৎসাহিত হন। নতুন শিক্ষাজীবনে পদার্পণ করতে যাওয়া তরুণ শিক্ষার্থীদের প্রশ্নেরও উত্তর দেন হাইকমিশনার।
এ সময় ভারতীয় মিশনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও শিক্ষার্থীদের অনুপ্রাণিত ও উৎসাহিত করেন। অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশের বিভিন্ন স্তরের প্রাক্তন আইসিসিআর শিক্ষার্থীরা ভারতে অধ্যয়নের অভিজ্ঞতা বিনিময় করেন এবং তরুণ প্রজন্মের কাছে তাদের দিকনির্দেশনা, পরামর্শ এবং আগামীর জন্য শুভ কামনা জানান।
আইসিসিআর ভারত সরকারের অন্যতম প্রধান কর্মসূচি, যার আওতায় মেধাবী বাংলাদেশি নাগরিকরা ভারতে স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডি স্তরে বিভিন্ন কোর্স করার সুযোগ পান। আইসিসিআর বৃত্তি বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয় এবং প্রায় চার হাজারেরও বেশি বাংলাদেশি শিক্ষার্থী এ পর্যন্ত বৃত্তি পেয়েছে। এসব শিক্ষার্থী ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি (এনআইটি), দিল্লি বিশ্ববিদ্যালয়, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়, ন্যাশনাল ল স্কুল ও রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা লাভ করেছেন। বিখ্যাত কয়েকজন প্রাক্তন আইসিসিআর শিক্ষার্থীর মধ্যে রয়েছেন বিখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, উপাচার্য ডালিম চন্দ্র বর্মণ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন, বিখ্যাত কার্টুনিস্ট শিশির ভট্টাচার্য প্রমুখ।