আগামী সপ্তাহে টিকার বড় চালান আসবে
আগামী সপ্তাহে করোনাভাইরাসের টিকার বড় চালান আসছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম। আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে পরিসংখ্যান ভবন অডিটোরিয়ামে একটি প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, আমাদের টিকা দেওয়ার সক্ষমতা আছে। টিকা যেহেতু আসছে, সেহেতু ৮০ শতাংশ মানুষকে টিকার আওতায় নিয়ে আসব। যার ফলে টিকার মাধ্যমে দেশের বড় জনগোষ্ঠীকে সুরক্ষিত করতে পারব।
ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম বলেন, বর্তমান করোনা পরিস্থিতি বিবেচনায় গ্রামপর্যায় পর্যন্ত মানুষকে টিকার আওতায় আনতে চাই। পাশাপাশি যে শ্রমিকরা বিদেশে যাবেন তাদের টিকায় অগ্রাধিকার দেওয়া হবে। প্রধানমন্ত্রী আমাদের মন্ত্রীকে বলেছেন, অগ্রাধিকার ভিত্তিতে প্রবাসীদের ভ্যাকসিন দিতে।
মহাপরিচালক বলেন, এখন পর্যন্ত করোনায় যত মানুষ এদেশে মারা গেছেন, তার তিন গুণ মানুষ প্রতি বছর মারা যায় যক্ষ্মায়। এ ছাড়া যক্ষ্মা রোগীদের এক শতাংশ এইচআইভিতে আক্রান্ত হয়।
ডা. খুরশীদ আলম বলেন, বিশ্বব্যাপী ভ্যাকসিন নিয়ে রাজনীতি চলছে, আমরাও সেই রাজনীতির শিকার। তবে টিকা আনার ক্ষেত্রে সরকারের উদ্যোগ প্রশংসনীয়। এর আগে দুই ধাপে চীনের উপহারের ১১ লাখ টিকা বাংলাদেশে এসেছে। এই টিকার মধ্যে ৩০ হাজার ডোজ বাংলাদেশে কর্মরত চীনের নাগরিকদের দেওয়া হয়েছে। বাকি ১০ লাখ ৭০ হাজার ডোজ টিকা দেশের পাঁচ লাখ ৩৫ হাজার মানুষকে দেওয়ার কার্যক্রম চলছে।
চীনের উপহারের পাশাপাশি বৈশ্বিক টিকা বিতরণ সংস্থা কোভ্যাক্সের পক্ষ থেকে ফাইজারের এক লাখ ৬ হাজার ডোজ টিকা দেশে এসেছে।