আবারও ফাটল, চার দিন বন্ধ সালেহপুর সেতু
ফের ফাটল দেখা দিয়েছে ঢাকা-আরিচা মহাসড়কে সাভারের আমিনবাজারের সালেহপুর সেতুতে।
কয়েক দফা মেরামত করার পরও ফাটল দেখা দেওয়ায় পুনরায় মেরামতের জন্য ঢাকাগামী লেনটি বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।
মেরামতের জন্য আগামী চার দিন ঢাকাগামী লেন বন্ধ রেখে সেতুর ওপর যান চলাচলে নিষেধাজ্ঞা দেওয়ায় বাড়তি চাপ পড়েছে বিপরীত লেনে।
চলমান বিধিনিষেধের মধ্যেই আগামীকাল থেকে সব শিল্পকারখানা খুলে দেওয়ার সরকারি সিদ্ধান্তে সেতু এলাকায় বাড়তি চাপ সৃষ্টি হওয়ার আশঙ্কায় ঢাকা-আরিচা মহাসড়কের এই সেতুটি এড়িয়ে বিকল্প পথ ব্যবহারের পরামর্শ দিয়েছে সড়ক ও জনপথ বিভাগ।
সড়ক ও জনপথ বিভাগের ঢাকা বিভাগীয় প্রকৌশলী শামীম আল মামুন জানান, সালেহপুর সেতুতে ফাটল দেখা দেওয়ায় এরই মধ্যে মেরামত কাজ শুরু হয়েছে।
এর আগে দীর্ঘদিনের পুরোনো সেতু হিসেবে সালেহপুর সেতুটির ঢাকামুখী লেনের একটি অংশ দেবে যাওয়ায় কয়েক দফায় সংস্কার কাজ করার পর, আবারও ফাটল দেখা দেওয়ায় সেতুটির স্থায়িত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন ব্যবহারকারীরা। কারণ, মেরামত কাজ চলাকালীন তীব্র ভোগান্তির মধ্যে পড়তে হয় দেশের দক্ষিণ ও উত্তরবঙ্গে যাতায়াতকারী যাত্রীদের।