আমানত শাহ ফেরি উদ্ধার করবে ‘জেনুইন এন্টারপ্রাইজ’

পাঁচ দিনের মাথায় অবশেষে সিদ্ধান্ত হলো মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে অর্ধডুবন্ত আমানত শাহকে উদ্ধার করতে বিআইডব্লিউটিএকে সহযোগিতা করবে একটি বেসরকারি কোম্পানি। চট্টগ্রামের জেনুইন এন্টারপ্রাইজ বিআইডব্লিউটিএকে ফেরিটি উদ্ধার কাজে সহযোগিতা করবে।
বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক (উদ্ধার) মো. ফজলুল রহমান তথ্যটি নিশ্চিত করেছেন।
জেনুইন এন্টারপ্রাইজের পৃথক ছয়টি উইনস বার্জ ফেরিটি উদ্ধার কাজে নামবে এবং ইতোমধ্যে চট্টগ্রাম থেকে নৌপথে রওনা দিয়েছে।
আগামীকাল থেকে অর্ধ ডুবন্ত আমানত শাহ ফেরি উদ্ধারের প্রাথমিক কাজ শুরু হবে। ইতোমধ্যে জেনুইন এন্টারপ্রাইজকে অনুমোদনও দেওয়া হয়েছে। এজন্য একটি উদ্ধার ও এক্সপার্ট টেকনিক্যাল টিম রাতেই পাটুরিয়ার উদ্দেশে রওনা দিয়েছে।
বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক (উদ্ধার) মো. ফজলুল রহমান জানান, রোববার দুপুরে নৌ পরিবহণ মন্ত্রণালয় থেকে প্রাইভেট কোম্পানি ‘জেনুইন এন্টারপ্রাইজ’ ফেরি আমানত শাহকে উদ্ধার করবে এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ ছাড়াও যুগ্ম পরিচালক আরও জানান, ফেরি উদ্ধারের যাবতীয় ব্যয় বহন করবে বিআইডব্লিউটিএ। তবে সেটা নৌ পরিবহণ মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে এবং সম্ভবত উদ্ধার কাজে ব্যয়ের অতিরিক্ত অর্থ ধার্য করা হবে না।
এদিকে নৌ পরিবহণ মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, ফেরিটি উদ্ধারে চট্টগ্রামের জেনুইন এন্টারপ্রাইসের মালিক আলহাজ বদিউল আলমের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল থেকে পাটুরিয়ার ৫ নম্বর ফেরি ঘাটের কাছে অর্ধডুবন্ত ফেরি আমানত শাহ উদ্ধারের বেসিক কাজ শুরু করবে।
গত ২৭ অক্টোবর বুধবার সকাল সাড়ে ৯টায় রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট থেকে ফেরি আমানত শাহ ১৭টি পণ্য বোঝাই ট্রাক ও কাভার্ড ভ্যান এবং কয়েকটি মোটরসাইকেল নিয়ে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের উদ্দেশে রওনা দেয়। পথে ফেরির তলদেশ থেকে পানি ঢুকলে দ্রুত পাটুরিয়ার ৫ নম্বর ঘাটে পৌঁছাতে সক্ষম হয়। সে সময় তিনটি পণ্যবোঝাই যান পার হতে পারলেও কিছুক্ষণের মধ্যেই অবশিষ্ট ১৪টি যান ও কয়েকটি মোটরসাইকেলসহ ফেরি আমানত শাহ অর্ধভাবে ডুবে যায়।