আল্লামা খালিদ গাজী নদবী ৩ দিনের সফরে বাংলাদেশে
ভারতের বিশ্বখ্যাত দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান নদওয়াতুল উলামার শাইখুল হাদিস আল্লামা মুহাম্মদ খালিদ গাজী নদবী তিন দিনের সফরে বাংলাদেশে এসেছেন। আজ বৃহস্পতিবার (৪ মে) ভোরে তিনি ঢাকার সাভারে এসে পৌঁছান।
আল্লামা মুহাম্মদ খালিদ গাজী নদবীকে এ সময় স্বাগত জানান, জাতীয় কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান শাইখুল হাদিস হজরত মাওলানা জিয়া ইবনে কাসেম।
আল্লামা মুহাম্মদ খালিদ গাজী নদবী ভারতীয় মুসলমানদের ঐক্যবদ্ধ প্লাটফর্ম অল ইন্ডিয়া মুসলিম পারসোনাল ‘ল’ বোর্ড ও রাবেতা আদাবিল ইসলামির সদস্য। তিনি জামেয়াতু মায়ারিফিল ইসলামিয়া লক্ষ্ণৌরও ব্যবস্থাপক। তিনি আজ দুপুরে সাভারে মারকাজুল উলুম আশ-শারইয়্যাহ মাদ্রাসায় শিক্ষার্থীদের উদ্দেশে বয়ান করেন।
বয়ানে আল্লামা মুহাম্মদ খালিদ গাজী নদবী বলেন, ইসলাম ও মানুষের সেবার মাধ্যমেই রয়েছে আল্লাহর সান্নিধ্য লাভের পথ। তাই তিনি আল্লাহর আনুগত্য লাভে কোরআন ও হাদিসের আলোকে শিক্ষার্থীদের নিজেদের জীবন গড়ে তোলার আহ্বান জানান।
পরে মাদ্রাসা শিক্ষাবর্ষের প্রথম দিনকে স্মরণীয় করে রাখতে পবিত্র কুরআন মুদ্রণ এবং বিতরণকারী সুইস অলাভজনক ফাউন্ডেশন কুরআন ফর সৌলের পক্ষ থেকে শিক্ষার্থীদের মধ্যে বাংলায় লেখা পবিত্র কোরআনের তাফসির বিতরণ করা হয়।
আল্লামা মুহাম্মদ খালিদ গাজী নদবী আগামীকাল শুক্রবার বাদ জুমা মুগদা কেন্দ্রীয় মসজিদে মারকাজুস সুফফাহ আল ইসলামিয়ার ইফতেতাহি দরসে এবং শনিবার বাদ মাগরিব টঙ্গী ইজতেমা ময়দানের পূর্ব পাশে টিনশেড মসজিদে উলামায়ে কেরামের উদ্দেশে বয়ান করবেন।