আশুগঞ্জে মাদকসহ প্রাইভেটকার জব্দ, দুই ব্যবসায়ী গ্রেপ্তার
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/02/05/ashuganj-rab-pic-01.jpg)
ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ গোলচত্বর এলাকায় আজ শনিবার সকালে অভিযান চালিয়ে মাদকসহ দুই ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৪।
র্যাবের অভিযানে গ্রেপ্তারকৃতরা হলেন শেখ নয়ন (৩০) ও রাজু মিয়া (৩৮)। এ সময় তাদের কাছ থেকে একটি প্রাইভেটকার, ২০১ বোতল ফেনসিডিল, চার কেজি গাঁজা ও মাদক বিক্রির নগদ চার হাজার টাকা জব্দ করা হয় বলে দাবি র্যাবের।
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/02/05/ashuganj-rab-pic-2.jpg)
আজ দুপুরে র্যাব ভৈরব ক্যাম্প অধিনায়ক রাফিউদ্দিন মোহাম্মদ যোবায়েরের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি আভিযানিক দল আজ সকালে আশুগঞ্জ গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে ঢাকাগামী একটি প্রাইভেটকার থামায়। এ সময় প্রাইভেটকার তল্লাশি করে ২০১ বোতল ফেনসিডিল ও চার কেজি গাঁজা জব্দ করে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত নয়নের বাড়ি বাগেরহাট জেলার কচুয়া উপজেলার গিমান্টাকাটি গ্রামে এবং রাজু মিয়ার (৩৮) বাড়ি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার চনপাড়ায়।
র্যাবের দাবি, গ্রেপ্তারকৃত দুজন পেশাদার মাদক ব্যবসায়ী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন সীমান্ত এলাকা থেকে তারা মাদকদ্রব্য ক্রয় করে দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করেন।
এ ঘটনায় আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।