আসাদগেটে বাসের ধাক্কায় একজন নিহত
রাজধানীর আসাদগেট এলাকায় বাসের ধাক্কায় আশরাফ উদ্দিন দেওয়ান (৬৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে আসাদগেটের কেয়ার হাসপাতালের সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বেলা ১১টায় মৃত ঘোষণা করেন।
নিহত আশরাফ উদ্দিনের বাড়ি মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার খালপাড় গ্রামে। তিনি বর্তমানে রাজধানীর কল্যাণপুর এলাকায় থাকতেন এবং সূচনা ডেভেলপারস কোম্পানিতে চাকরি করতেন।
নিহত আশরাফের মেয়ে তানিয়া আক্তার জানান, আজ সকালে বাসা থেকে কর্মক্ষেত্রে যাওয়ার জন্য বের হয়েছিলেন তাঁর বাবা। এর কিছুক্ষণ পরই তিনি দুর্ঘটনার খবর শুনতে পান। দুর্ঘটনার পরই আশরাফকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে হাসপাতালে গিয়ে বাবাকে দেখতে পান তানিয়া। সেখান থেকে আশরাফকে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) সুজন বিশ্বাস জানান, রাস্তা পার হওয়ার সময় আসাদগেট কেয়ার হাসপাতালের সামনের রাস্তায় প্রজাপতি পরিবহনের একটি বাস আশরাফকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে ঢামেক হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার পরই বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। ময়নাতদন্তের জন্য লাশটি ঢামেকের মর্গে রাখা হয়েছে।

নিজস্ব সংবাদদাতা