ইসির ‘সক্ষমতা’র অভাবে এনআইডির দায়িত্ব স্বরাষ্ট্রে
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘নির্বাচন কমিশনের (ইসি) দায়িত্ব ভোটার তালিকা তৈরি করা। জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরি করার মতো সক্ষমতা তাদের নেই। পৃথিবীর কোনো দেশে এমন নিয়মও নেই।’
আজ বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী এনআইডি তৈরির দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দেওয়ার নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনার পরই এ বিষয়ে কার্যক্রম শুরু করা হয়েছে।
এনআইডি তৈরি বা সংশোধন করতে গিয়ে জনগণের হয়রানি কমে আসবে কি না, এমন প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, কোনো নাগরিক জাতীয় পরিচয়পত্রের জন্য কিংবা সংশোধনের আবেদন করলে তাঁকে এক মাসের মধ্যে সিদ্ধান্ত জানাতে হবে। দেওয়া সম্ভব না হলে, তার কারণ ব্যাখ্যা করে বিষয়টিও লিখিতভাবে সংশ্লিষ্ট নাগরিককে জানাতে হবে।
এর আগে সভার শুরুতে সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত চার আসামির রাষ্ট্রীয় খেতাব ও পদক বাতিলের সিদ্ধান্ত চূড়ান্ত পর্যায়ে রয়েছে। বঙ্গবন্ধুর চার খুনির রাষ্ট্রীয় খেতাব ও পদক বাতিলের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।
যাঁদের খেতাব বাতিলের সিদ্ধান্ত চূড়ান্ত পর্যায়ে রয়েছে, তাঁরা হলেন—ক্যাপ্টেন নূর চৌধুরী (বীর বিক্রম খেতাব পাওয়া), মেজর শরিফুল হক ডালিম (বীর উত্তম খেতাব পাওয়া), রাশেদ চৌধুরী (বীর প্রতীক খেতাব পাওয়া) ও মোসলেহ উদ্দিন খান (বীর প্রতীক খেতাব পাওয়া)।