ইসি নিয়োগ আইনের খসড়া নিয়ে টিআইবির হতাশা
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচন কমিশনার (ইসি) নিয়োগ আইনের খসড়ায় নাগরিক সমাজ ও অংশীজনের সুপারিশ আমলে নেওয়ার সুযোগ সৃষ্টি না করায় হতাশা প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
বৃহস্পতিবার এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, স্বাধীনতার ৫০ বছর পর সাংবিধানিক অতিগুরুত্বপূর্ণ এমন একটি আইন যেনতেনভাবে পাস করানোর প্রক্রিয়া চলছে। খসড়া আইনে নাগরিক সমাজ ও অংশীজনদের বিভিন্ন সময়ে দেওয়া সুপারিশ আমলে নেওয়া হয়নি।
বিবৃতিতে আরও বলা হয়, সিইসি ও ইসি নির্বাচনের ক্ষেত্রে গড়পড়তা কিছু যোগ্যতার কথা বলা হয়েছে। অথচ এমন সাংবিধানিক পদে নিয়োগে যোগ্যতার সুনির্দিষ্ট কোনো বিধান না থাকাকে অগ্রহণযোগ্য বলে মনে করে টিআইবি। এ আইন সাংবিধানিক অঙ্গীকার ও জনপ্রত্যাশা পূরণে ব্যর্থ হবে উল্লেখ করে নাগরিক সমাজ ও অংশীজনের মতামতকে গুরুত্ব দিয়ে চূড়ান্তের দাবি জানিয়েছে সংস্থাটি।