উন্নয়ন অস্বীকার করলে ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হব : জাপা সাংসদ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন অস্বীকার করলে ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হব বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) সাংসদ রুস্তম আলী ফরাজী। আজ শনিবার জাতীয় সংসদে মহাসড়ক বিল ২০২১-এর ওপর আলোচনাকালে তিনি এ কথা বলেন।
পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের সাংসদ রুস্তম আলী ফরাজী বলেন, ‘আমি স্বীকার করি, আমি স্বীকার না করলেও জনতা স্বীকার করে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য আজকে এ বাংলাদেশ বিশ্বদরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আজকে এ দেশ উন্নয়নের মহাসড়কে চলছে। এটা আমি যদি অস্বীকার করি, আমি জনগণ থেকে ছিটকে পড়ব। আমি ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হব। এটা আর নতুন করে বলার কিছু নাই।’
রুস্তম আলী ফরাজী বলেন, ‘আজকে আমরা দক্ষিণাঞ্চলের মানুষেরা বলি আমরা ভাগ্যবান। আমরা বলি শেখ হাসিনা আছে, দক্ষিণাঞ্চলের উন্নয়ন আছে। শেখ হাসিনা নাই, অন্ধকারে তলিয়ে যাবে দক্ষিণাঞ্চল। আজকে বরিশালে পায়রা বন্দর হচ্ছে, ক্যান্টনমেন্ট হচ্ছে, আজকে পদ্মা সেতু হইছে এবং সেখানে চার লেনের সড়ক হচ্ছে। এ ছাড়াও আমাদের আরো অনেক উন্নয়ন হচ্ছে। কিন্তু সমস্যাগুলোকেও আপনাদের জানতে হবে।’
রুস্তম আলী ফরাজী ১৯৯৬ সালে জাতীয় পার্টি থেকে প্রথম সাংসদ নির্বাচিত হন। এরপর তিনি বিএনপিতে যোগ দিয়ে ২০০১ সালে সাংসদ নির্বাচিত হন। ২০১৪ সালের নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে সাংসদ নির্বাচিত হন। ২০১৮ সালে তিনি জাতীয় পার্টির প্রার্থী হিসেবে জয়লাভ করেন।

নিজস্ব প্রতিবেদক