বৈরী আবহাওয়ায় বিলম্বে শুরু হবে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ফাইল ছবি
বৈরী আবহাওয়ায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান শুরু হতে কিছুটা বিলম্ব হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ শুক্রবার (১৭ অক্টোবর) গণমাধ্যমকে তিনি এ কথা জানান।
শফিকুল আলম বলেন, আমরা ঐতিহাসিক জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের জন্য প্রস্তুত। বৈরী আবহাওয়ায় অনুষ্ঠান শুরু হতে কিছুটা বিলম্ব হতে পারে। তবে সবকিছু ঠিকঠাক আছে এবং কয়েকজন অতিথি এরই মধ্যে অনুষ্ঠানস্থলে এসে পড়েছেন। আমরা আমাদের ইতিহাসের একটি নতুন অধ্যায়ের সূচনা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।
উল্লেখ্য, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আশা করা হচ্ছে এতে অংশগ্রহণ করবেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা।