এই বাজেট কোনোভাবেই সমর্থন করতে পারি না : আমীর খসরু
‘প্রত্যাখ্যানের বিষয় নয়, অবৈধ সরকার হওয়ার কারণে এই বাজেটকে আমরা কোনোভাবেই সমর্থন করতে পারি না’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। আজ বৃহস্পতিবার রাজধানীর বনানীতে নিজ বাসভবনে বাজেট প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন।
আমীর খসরু বলেন, ‘বর্তমান সরকারের বাজেট নিয়ে কথা বলার ইচ্ছা আমাদের নেই। তবে, দেশের মানুষের কাছে দায় আছে বলেই প্রকৃত অর্থনৈতিক চিত্রটা তুলে ধরার জন্য আপনাদের (সাংবাদিক) ডেকেছি। মূলত, যে বাজেটের কথা বলা হয়েছে, সেখানে প্রায় সাত লাখ কোটি টাকার অংক দেখানো হয়েছে। আমাদের প্রশ্ন হচ্ছে—এই বাজেট কতটা দেশের মানুষ ও দেশের জন্য খরচ হবে?’
আমীর খসরু বলেন, ‘আমি যদি পদ্মা সেতুর উদাহরণ দিই, দেশেনেত্রী খালেদা জিয়া পদ্মা সেতুতে প্রাক্কলিত ব্যয় ১০ হাজার কোটি টাকা বিশ্ব ব্যাংক, এশিয়ান ব্যাংক, জাপানের সঙ্গে নির্ধারণ করেছেন, স্থানও নির্ধারণ করেছেন, ভিত্তিপ্রস্তর দেওয়ারই কথা। দিনক্ষণও ঠিক হয়েছে। সেই ১০ হাজার কোটি টাকার ব্যয় এখন ৩০ হাজার কোটি টাকা হয়েছে। সুতরাং, আজকে বাজেটের এই টাকার দেশের মানুষের জন্য দুই-তিন লাখ কোটি টাকা ব্যয় হবে কি না, এটা নিয়ে সন্দেহ আছে।’
খসরু বলেন, ‘রাস্তাঘাট, ব্রিজ, ফ্লাইওভার করা হচ্ছে। এখানে আসলে বাজেটের পুরো টাকার ব্যয় হচ্ছে না। লুটপাট করে নিয়ে যাচ্ছে। সুতরাং, জনগণ ক্ষতিগ্রস্ত হচ্ছে।’
বিএনপির এই নেতা আরও বলেন, ‘বিদেশে যে লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে, তাদের দলীয় লোকজন, আত্মীয়-স্বজন ব্যবসা-বাণিজ্য করে অবৈধভাবে লুটপাট করে বিদেশে টাকা পাচার করেছে। আবার যারা লুটপাটে সহযোগিতা করেছে, তারাই আইন করে বিদেশে পাচার করা টাকা দেশে এনে বৈধ করার সুযোগ সৃষ্টি করে দিয়েছে। যা বাংলাদেশের সংবিধান, নীতিনৈতিকতা ও আইনের পরিপন্থী। মূলত অনির্বাচিত অবৈধ ও দখলদার সরকার হলে যে, কতকিছু করা যায়, তার বড় প্রমাণ এই বাজেট।’