এবার সিরাজগঞ্জে মুরাদ হাসানের বিরুদ্ধে মামলা
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, ভাইস চেয়ারম্যান তারেক রহমান এবং ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে সিরাজগঞ্জে সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে মানহানির মামলা করা হয়েছে।
সিরাজগঞ্জ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে (সদর আমলী আদালত) আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বাদী হয়ে মামলাটি করেন।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইন্দ্রজিৎ সাহা জানান, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বিভিন্ন অনুষ্ঠান ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপিএ চেয়ারপারসন খালেদা জিয়া, ভাইস চেয়ারম্যান তারেক রহমান এবং তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে নিয়ে কটূক্তি ও বাজে মন্তব্য করেন। এতে তাঁদের মানহানি হয়। এ ঘটনায় সংক্ষুব্ধ হয়ে সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু অতিক্তি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মানহানির মামলার আবেদন জমা দিয়েছেন। আদালতের বিচারক বেলাল হোসেন মামলাটি গ্রহণ করে আদেশের জন্য অপেক্ষমাণ রেখেছেন।

শরীফুল ইসলাম ইন্না, সিরাজগঞ্জ