ওবায়দুল কাদেরের সামনেই সংঘর্ষে জড়াল মৎস্যজীবী লীগ
নেতৃত্বের অন্তর্কোন্দলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সামনেই হাতাহাতিতে জড়িয়ে পড়েছেন মৎস্যজীবী লীগের নেতাকর্মীরা। বুধবার রাত ৯টার দিকে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এ ঘটনা ঘটে। এর ফলে বেশ কিছুক্ষণ পরিস্থিতি অশান্ত থাকে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল রাতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কার্যালয়ে এলে মৎস্যজীবী লীগের নেতৃত্বপ্রত্যাশীরা সাক্ষাতের জন্য তাঁর কক্ষের সামনের খোলা জায়গায় ভিড় করেন।
সংগঠনটির বর্তমান পদে থাকা উত্তরবঙ্গের মো. আবদুল আলিম ঢাকার বাইরে থেকে সমর্থকদের নিয়ে কার্যালয়ের ভেতরে প্রবেশ করেন। অন্যদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক ছাত্রনেতা ও মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী মুহাম্মদ আলম আগে থেকে কার্যালয়ে ছিলেন। তিনিসহ যেসব সাবেক ছাত্রনেতা নিয়মিত কার্যালয়ে থাকেন, তাঁরা ওবায়দুল কাদেরের দৃষ্টি আকর্ষণে বাইরে দাঁড়িয়ে অপেক্ষায় ছিলেন।
একপর্যায়ে মুহাম্মদ আলমসহ তাঁর সমর্থকদের উদ্দেশে আলিম ও তাঁর সমর্থকরা অশ্লীল কথাবার্তা বলতে শুরু করেন বলে অভিযোগ ওঠে। সেইসঙ্গে আলিমের সমর্থকরা আলমকে সরাসরি ‘হাইব্রিড’ বলেও কটূক্তি করেন বলে অভিযোগ আলমের সমর্থকদের। এর ফলে ঘটনাস্থলে উত্তেজনা সৃষ্টি হয়। ঘটনার একপর্যায়ে হাতাহাতি মারামারিতে রূপ নেয়। উত্তেজনা চলে বেশ কিছুক্ষণ।
একপর্যায়ে ওবায়দুল কাদেরের কার্যালয়ে নিয়মিত প্রটোকল দেওয়া নেতাসহ কয়েকজন জ্যেষ্ঠ নেতার হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
এ সম্পর্কে জানতে চাইলে মুহাম্মদ আলম এনটিভি অনলাইনকে বলেন, ‘কোনো ধরনের কথাবার্তা ছাড়াই আমাকে উদ্দেশ্য করে একের পর এক কটূক্তিমূলক মন্তব্য করেছে আলিম। আমার সঙ্গে থাকা নেতাকর্মীরা বিষয়টি মানতে পারেননি। তাঁরা এর প্রতিবাদ করলে আলিমের লোক হামলা করেছে।’
এ ব্যাপারে জানতে চাইলে মো. আবদুল আলিম এনটিভি অনলাইনকে বলেন, ‘এ ঘটনায় আমার কোনো দোষ নেই। পরিকল্পনা করে পরিস্থিতি খারাপ করা হয়েছে।’

নিজস্ব প্রতিবেদক