কখনও বলিনি ফারদিন মাদকের কারণে মারা গেছে : ডিবি
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র ফারদিন নূর পরশ মাদকের কারণে মারা গেছে, এ কথা কখনও না বলার দাবি করছে পুলিশ। ঢাকা শহরের কোনো এক জায়গায় খুন হতে পারেন ফারদিন। তবে, এ হত্যাকাণ্ডের এখনও কোনো ক্লু পাওয়া যায়নি বলে জানিয়েছেন গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।
আজ শনিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন হারুন অর রশীদ।
হারুন অর রশীদ বলেন, ‘অ্যাকচুয়ালি কী ঘটনা ঘটেছে, এখনও বের করতে পারিনি। আমরা ডিবির পক্ষ থেকে কখনও বলিনি যে, বুয়েটের ছাত্র ফারদিন ডেমরার চনপাড়ায় গিয়ে মাদকের কারণে মারা গেছেন।’
‘এই হত্যাকাণ্ডে মাদকের সংশ্লিষ্টতা, এটা কোনো কনক্রিট বিষয় না। অথবা এক নম্বর আসামি যাকে আমরা গ্রেপ্তার করেছি সেই খুন করেছে, এটাও আমার বলছি না। পারিপার্শ্বিক বিভিন্ন বিষয় বিচার-বিশ্লেষণ করছি’, যোগ করেন ডিবি প্রধান।
মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, ‘ফারদিনের মোবাইলফোনের ডাটা এনালাইসিস ও বিভিন্ন জায়গায় সে যার সঙ্গে কথা বলেছে, সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে ঢাকা শহরের কোনো এক জায়গায় খুন হতে পারেন। মোবাইলের লোকেশনে আমরা নারায়ণগঞ্জও পেয়েছি। সবকিছু মিলিয়ে তদন্তে এখনও হত্যার বিষয়ে কোনো ক্লু পাইনি।’
ডিবি প্রধান বলেন, ‘পরশের বাবা প্রথমে একটি জিডি করেছিলেন, পরে মামলা করেন। মামলায় এক নম্বর আসামি বুশরাকে গ্রেপ্তার করেছি। পাশাপাশি মামলার এফআইআরে তাঁর নাম আসায় আমরা মনে করছি না যে সেই দায়ী। সে রিমান্ডে আছে, আমরা তাঁর সঙ্গে কথা বলছি।’
মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, ‘ফারদিন ঢাকার যেখানে যেখানে গিয়েছিল আমরা বিভিন্ন টেকনিক্যাল মাধ্যম ব্যবহার করে খুঁজে বের করেছি। তবে, কোনো নিশ্চিত তথ্য বের করতে পারিনি বলে এখনই কিছু বলছি না। আমাদের কাজ চলছে।’