কারাগারে অসুস্থ ছাত্রদল নেতা তানভীর
কাশিমপুর কারাগারে বন্দি ছাত্রদলের কেন্দ্রীয় ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক তানভীর আহমেদ তানু অসুস্থ হয়ে পড়েছেন।
আজ শুক্রবার (২০ জানুয়ারি) তানভীর আহমেদের বড় ভাই আব্দুল্লাহ ইমরান এনটিভি অনলাইনকে জানিয়েছেন, ‘কাশিমপুর কারাগারে বন্দি অবস্থায় রয়েছেন তানভীর। সে বেশ কয়েকদিন ধরে জ্বর, ইউরিন ইনফেকশন, শ্বাস কষ্ট ও প্রচণ্ড দাঁত ব্যথায় ভুগছেন। তার উন্নত চিকিৎসার জন্য দ্রুত মুক্তি দেওয়া প্রয়োজন।’
গত ৭ ডিসেম্বর রাতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে গ্রেপ্তার করা হয় তানভীরকে। এরপর পল্টন থানার মামলায় প্রথমে কেরাণীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। তীব্র শীতের মধ্যে ডিসেম্বরের শেষ দিকে তাকে কাশিমপুর কারাগারে স্থানান্তর করে কারা কর্তৃপক্ষ।
১০ ডিসেম্বর ঢাকায় বিভাগীয় সমাবেশের দুদিন আগে নয়াপল্টন অফিস থেকে চারশতের বেশি বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীকে আটক করা হয়। ওইদিন রাতে ঢাকার বিভিন্ন থানায় আটক রেখে আদালতে তোলা হয় তাদের। আদালত থেকে তাদের কেরাণীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।