সুস্থতার জন্য দোয়া চাইলেন স্পর্শিয়া

চিত্রনায়িকা ও মডেল অর্চিতা স্পর্শিয়া শারীরিক জটিলতায় ভুগছেন। সম্প্রতি অভিনেত্রী চোয়ালের নিচে অস্বাভাবিক কোষের বৃদ্ধি হয়েছে। যাকে চিকিৎসা শাস্ত্রে ‘অ্যামেলোব্লাস্টোমা’ রোগ বলা হয়। গতকাল মঙ্গলবার (৭ অক্টোবর) তার অস্ত্রোপচার হওয়ার কথা ছিল।
মঙ্গলবার (৭ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে নিজের অসুস্থতার খবর জানিয়ে স্পর্শিয়া লিখেছেন,‘আমার অ্যামেলোব্লাস্টোমা ধরা পড়েছে। গত কয়েকদিন ধরে অস্ত্রোপচারের আগে চিকিৎসা নিচ্ছি। আজই (মঙ্গলবার) আমার সার্জারি হওয়ার কথা।’
তিনি লেখেন, ‘এই মুহূর্তে আমি কারও সঙ্গে যোগাযোগ করার বা ফোনে কথা বলার অবস্থায় নেই। কাজ সংক্রান্ত যেকোনো বিষয়ের জন্য অনুগ্রহ করে হোয়াটসঅ্যাপে মেসেজ করে রাখেন। জ্ঞান ফিরে পাওয়ার পর শারীরিকভাবে কিছুটা সুস্থ হলে আমি উত্তর দেব।’
দোয়া চেয়ে স্পর্শিয়া আরও লিখেছেন, ‘সফল অস্ত্রোপচার ও দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চাই।’
অভিনেত্রীর অসুস্থা খবরে উদ্বিগ্ন ভক্ত-অনুরাগী ও ইন্ডাস্ট্রির দীর্ঘদিনের সহকর্মীরা। স্পর্শিয়ার ওই পোস্টের কমেন্টে তার সুস্থতা কামনা করে অভিনেতা রওনক হাসান লিখেছেন, ‘দ্রুত সুস্থ হয়ে ওঠো’। আর পরিচালক আরিক আনাম খান লেখেন, ‘শুভ কামনা রইলো। আল্লাহ যেন তোমাকে দ্রুত ও ভালোভাবে সুস্থতা দান করেন।’
বর্তমানে অর্চিতা স্পর্শিয়া চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। এর আগেও, ২০২২ সালে অ্যাপেনডিসাইটিসের কারণে অস্ত্রোপচার করতে হয়েছিল এই জনপ্রিয় অভিনেত্রীকে।