কালবৈশাখী ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে মা, ছেলে ও মেয়ের মৃত্যু
সুনামগঞ্জের একটি গ্রামে কালবৈশাখী ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে মা-শিশুসন্তানসহ এক পরিবারের তিন জনের মৃত্যু হয়েছে।
নিহতরা হলো জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের সুলেমানপুর গ্রামের হারুন মিয়ার স্ত্রী মৌসুমা বেগম (৩৫), তাঁর মেয়ে মাহিমা আক্তার (৪) এবং ছেলে হোসাইন মিয়া (১)। আজ ভোর ৪টার দিকে এ ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সুনামগঞ্জের জগন্নাথপুরে রাত থেকে বৃষ্টির সঙ্গে কালবৈশাখী ঝড় শুরু হয়। আজ ভোর ৪টার দিকে সুলেমানপুর গ্রামে কালবৈশাখী ঝড়ে হারুন মিয়ার বাড়ির চালের ওপর গাছ ভেঙে পড়ে যায়। এ সময় ঘুমিয়ে থাকা হারুন মিয়ার স্ত্রী মিয়ার স্ত্রী মৌসুমা বেগম (৩৫), তাঁর চার বছরের মেয়ে মাহিমা আক্তার এবং এক বছরের ছেলে হোসাইন মিয়া নিহত হয়।
এক পরিবারের তিন জনের মৃত্যু হওয়ায় বাংলা নববর্ষের প্রথম দিনে ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সুনামগঞ্জের জগন্নাথপুরের ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজ ভোরে কালবৈশাখী ঝড়ে গাছ চাপা পড়ে তিন জনের মৃত্যু হয়েছে।