কিশোরগঞ্জের ভৈরবে এইচআইভি প্রতিরোধ সভা
কিশোরগঞ্জের ভৈরবে এইচআইভি প্রতিরোধে সচেতনতামূলক সভা করেছে বন্ধু সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটি। সংস্থাটির ভৈরব সাব-ডিআইসির উদ্যোগে দি গ্লোবাল ফান্ড প্রজেক্টের আর্থিক সহায়তায় ওই সভা অনুষ্ঠিত হয়।
আজ বুধবার সকালে দিনব্যাপী চলা সচেতনতামূলক সভাটির উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বুলবুল আহমেদ। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, আইনজীবী, গণমাধ্যম ও মানবাধিকারকর্মী, মসজিদের ইমামসহ বিভিন্ন এনজিওর প্রতিনিধিরা অংশ নেন।
সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রিফফাত জাহান ত্রপা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা.আদনান হাসান, ডা. জহির উদ্দিন।
আলোচনা শেষে বন্ধু সোসাল ওয়েল ফেয়ার সোসাইটি ভৈরব সাব-ডিআইসির প্রোগ্রাম অফিসার মো. মাছুম মিয়া তাদের সংস্থার কার্যক্রমসহ এইচআইভি ভাইরাস ও এইডস বিষয়ে বিভিন্ন প্রতিবেদন তুলে ধরেন।
পরে মুক্ত আলোচনায় বক্তব্য দেন মানমাধিকারকর্মী শাহনেওয়াজ গাজী, সাংবাদিক মোস্তাফিজ আমিন, রাজীবুল হাসান, ডেমিয়েন ফাউন্ডেশনের প্রতিনিধি মো. রুবেল প্রমুখ।