কিশোরগঞ্জে জাল ভোট দেওয়ার অভিযোগে ছয় কিশোর আটক
জাল ভোট দেওয়ার অভিযোগে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার পুমদী ইউনিয়নের একটি ভোটকেন্দ্র থেকে ছয় কিশোরকে আটক করা হয়েছে।
রামপুর হোসাইনিয়া বালিকা দাখিল মাদ্রাসা কেন্দ্রে আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে সহকারী কমিশনার (ভূমি) নাশিতা-তুল ইসলাম পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ওই কিশোরদের আটক করেন। কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা শাহজাহান কবীর ভুইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
দেশে চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোটগ্রহণ চলছে। আজ রোববার সকাল ৮টা থেকে এ ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত। পরে কেন্দ্রে কেন্দ্রে ভোটের ফলাফল গণনা শেষে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা বেসরকারি ফলাফল ঘোষণা করবেন।
চতুর্থ ধাপে ৮৩৬ ইউপির মধ্যে ৩৮ ইউপিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হচ্ছে। এ ভোটের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ২৯৫ জন প্রার্থী। বিনা ভোটে নির্বাচিত প্রার্থীরা ছাড়া এ ধাপের ভোটের লড়াইয়ে আছেন ৪৩ হাজার ৪৩৩ জন প্রার্থী।