জালভোট দেওয়ার অভিযোগে ইউপি সদস্য আটক
মেহেরপুর সদর উপজেলার ধানখোলা ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত সদস্য সুফিয়া খাতুনকে জাল ভোট দেওয়ার অভিযোগে আটক করা হয়েছে। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
আজ বুধবার মেহেরপুর সদর উপজেলার নবগঠিত বারাদী ইউনিয়নের কলাইডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে সুফিয়া খাতুনকে জাল ভোট দেওয়ার চেষ্টা করার অভিযোগে আটক করে কর্তব্যরত পুলিশ।
পরে সুফিয়া খাতুনকে বারাদী ইউনিয়নের দায়িত্বে থাকা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলামের কাছে সোপর্দ করে পুলিশ।
জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম জানান, আটক হওয়া সুফিয়া খাতুনের বাড়ি গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের কসবা গ্রামে। তাঁর বিরুদ্ধে অভিযোগ—ভোট কেন্দ্রে প্রায় আধা ঘণ্টা অবস্থান করে নৌকার প্রার্থী মোমিনুলকে জাল ভোট দেওয়ার চেষ্টা করেন তিনি।
মেহেরপুর পৌরসভাসহ চার ইউপিতে নির্বাচন
মেহেরপুর পৌরসভাসহ চারটি ইউনিয়নের নির্বাচন ৬৩টি ভোট কেন্দ্রে একযোগে শুরু হয়েছে। আজ সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়।
মেহেরপুর পৌরসভাসহ চারটি ইউনিয়নের এক লাখ ২৪ হাজার ৯৮৮ ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
মেহেরপুর পৌরসভার মেয়রপ্রার্থী মাহফুজুর রহমান রিটন ১ নম্বর ওয়ার্ডের নতুনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে সকাল ৮টায় ভোট দেন। স্বতন্ত্র প্রার্থী মোতাচ্ছিম বিল্লাহ মতু ৭ নম্বর ওয়ার্ড সরকারি বালক উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট প্রদান করেন।
মেহেরপুর পৌরসভায় দুজন মেয়রসহ চারটি ইউনিয়নে ২০ জন চেয়ারম্যান, ২১৩ জন সাধারণ কাউন্সিলর ও সাধারণ সদস্য, ৬৬ জন সংরক্ষিত নারী কাউন্সিলর ও সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আজ সকাল থেকে ভোট কেন্দ্রগুলোতে নারী ভোটারদের বেশ উপস্থিতি দেখা গেছে। মেহেরপুর পৌরসভায় সবগুলো কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে বলে জানান মেহেরপুর জেলা নির্বাচন অফিসার আবু আনছার।