কিশোরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপির ১৭ নেতার জামিন
কিশোরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় জেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ ১৭ নেতাকে চারদিনের জামিন দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত।
আজ দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সায়েদুর রহমান খান এ আদেশ দিয়ে বলেন, আগামী ৫ জানুয়ারি পূর্ণাঙ্গ জামিন শুনানির পর চূড়ান্ত আদেশ দেওয়া হবে।
এর আগে গত ১৫ নভেম্বর জেলা বিএনপির ১৭ নেতা হাইকোর্টের একটি বেঞ্চ থেকে ছয় সপ্তাহের আগাম জামিন নেন। আজ রোববার জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।
এ বিষয়ে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট জালাল উদ্দিন জানান, জামিনের আবেদন করা আসামিদের মধ্যে রয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, জেলা বিএনপির সহ সভাপতি রুহুল হোসাইন, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল, সাংগঠনিক সম্পাদক ইসরাইল মিয়া, নাজমুল আলম ও আমিনুল ইসলাম আশফাক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আলম, জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ, সিনিয়র সহ-সভাপতি মুশতাক আহমেদ শাহীন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ, সাংগঠনিক সম্পাদক তারিকুজ্জামান পার্নেল, জেলা ছাত্রদলের সভাপতি মারুফ মিয়া, সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ নেভিন, সহ-সভাপতি মোহাম্মদ হিমেল ও যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।
চলতি বছর ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে কিশোরগঞ্জে পুলিশের সংঘর্ষের ঘটনায় সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) অনিক কুমার সাহা বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করেন।
মামলায় ১৯ জনের নামোল্লেখসহ অজ্ঞাত ৬০-৭০ জনকে আসামি করা হয়। মামলায় আটক জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবু নাসের সুমনসহ তিনজন এখনও কারাগারে রয়েছেন।