পত্নীতলা উপজেলা বিএনপির দুই নেতাকে সাময়িক বহিষ্কার
নওগাঁর পত্নীতলা উপজেলা বিএনপির দুই নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। গতকাল শনিবার (৪ ডিসেম্বর) রাত সাড়ে ১০টায় নওগাঁ জেলা বিএনপির সদস্য সচিব মো. বায়েজিদ হোসেন পলাশ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃতরা হলেন–পত্নীতলা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও নজিপুর পৌরসভার সাবেক মেয়র আনোয়ার হোসেন ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. আবু তাহের চৌধুরী।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাংগঠনিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত করা এবং কেন্দ্রীয় সিদ্ধান্ত অবমাননা করে দলীয় শৃঙ্খলা পরিপন্থি অপরাধের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে নওগাঁ জেলার পত্নীতলা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও নজিপুর পৌরসভার সাবেক মেয়র আনোয়ার হোসেন এবং উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. আবু তাহের চৌধুরীকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে সাময়িক বহিষ্কার করা হলো।
এ ছাড়া দলের স্থানীয় সব নেতাকর্মীদের বহিষ্কৃত দুজনের সঙ্গে কোনো প্রকার যোগাযোগ না করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।
এ ব্যাপারে আজ রোববার (৫ ডিসেম্বর) সকালে মুঠোফোনে সাময়িক বহিষ্কারের বিষয়ে জানতে চাইলে পত্নীতলা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও নজিপুর পৌরসভার সাবেক মেয়র আনোয়ার হোসেন বলেন, সাংগঠনিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত হয়েছে এ ধরনের কোনো কর্মকাণ্ডের সঙ্গে তিনি জড়িত না।
আনোয়ার হোসেন বলেন, ‘কেন্দ্রীয় বিএনপির কোনো সিদ্ধান্ত অবমাননা বা দলীয় শৃঙ্খলা পরিপন্থি কোনো কাজের সঙ্গে আমি সম্পৃক্ত নই। কী কারণে জেলা বিএনপি আমাকে ও আবু তাহের চৌধুরীকে বহিষ্কার করেছে, তা আমার জানা নেই। আমি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব।’