কিশোরী মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড
রাজশাহীতে কিশোরী মেয়েকে ধর্ষণের দায়ে নজরুল ইসলাম ওরফে নজরুল কসাই (৫০) নামের এক ব্যক্তির মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ সোমবার দুপুরে রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মনসুর আলম এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত নজরুল রাজশাহী মহানগরীর বাজেসিলিন্দা এলাকার বাসিন্দা।
মামলার বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রাশেদ-উন-নবী জানান, ২০১৮ সালের ১৪ মে ভোরের দিকে নজরুল ইসলামের স্ত্রী একটি ছাত্রাবাসে রান্নার কাজে যান। এ সময় নজরুল ফাঁকা বাড়িতে তার মেয়েকে ধর্ষণ করেন। এ সময় মেয়েটি চিৎকার দিতে গেলে নজরুল চাকু দেখিয়ে মেয়েকে চুপ থাকতে বাধ্য করেন। ঘটনাটি কাউকে জানালে তাঁর মাকে হত্যা করা হবে বলে মেয়েকে হুমকি দেন। ঘটনার কয়েক মাস পর মেয়েটি অসুস্থ হয়ে পড়লে ওই বছরের ২০ অক্টোবর তার স্ত্রী নারগিস বেগম মেয়ের চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী একই বছরের ৪ নভেম্বর আলট্রাসনোগ্রাম করানোর পর জানতে পারেন তাঁর মেয়ে অন্তঃসত্ত্বা। এরপর বিষয়টি জানাজানি হলে অভিযুক্ত নজরুল ইসলাম বাড়ি থেকে পালিয়ে যান।
মামলার এজাহারে বলা হয়েছে, পরবর্তীতে বাড়ির টিউবওয়েল থেকে পানি আনতে গিয়ে পড়ে গেলে মেয়েটির গর্ভপাত ঘটে। এরপর গত বছরের ১৫ ফেব্রুয়ারি নারগিস বেগম বাদী হয়ে স্বামীর বিরুদ্ধে মেয়েকে ধর্ষণের অভিযোগ এনে নগরীর রাজপাড়া থানায় মামলা করেন। এরপর পুলিশ পলাতক নজরুল ইসলামকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়ে দেয়।
সরকারি কৌঁসুলি রাশেদ-উন-নবী জানান, অভিযুক্ত নজরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
আসামিপক্ষের আইনজীবী শরিফুল ইসলাম বাবু দাবি করেন, ডিএনএ টেস্ট না করেই এমন রায় দেওয়া সমীচীন হয়নি। তারা উচ্চ আদালতে যাবেন বলে জানান তিনি।