কুলিয়ারচরে গৃহবধূর মরদেহ উদ্ধার
কিশোরগঞ্জের কুলিয়ারচরে বাড়ির পাশের ধানের জমিতে ঘাস কাটতে যাওয়া এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। তার নাম রিনা বেগম (৪৫)।
রিনা বেগম কুলিয়ারচর পৌর এলাকার বড়খারচর পশ্চিমপাড়ার আব্দুল সাত্তার মিয়ার স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা যায়, রিনা বেগম প্রতিদিনের মতো গতকাল বিকেলে বাড়ির পেছনে ধানের জমি থেকে গরুর জন্য ঘাস কাটতে যান। কিন্তু সন্ধ্যা হয়ে গেলেও বাড়ি না ফেরায় তার স্বজনরা এদিক-সেদিক খোঁজাখুঁজি করতে থাকে। খোঁজাখুঁজির একপর্যায়ে রাত ৯টার দিকে ধানক্ষেতে মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে রাতেই পুলিশে খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করে।
নিহত রিনা বেগমের স্বামী আব্দুল সাত্তার জানান, তার স্ত্রী মৃগী রোগী ছিলেন। এ কারণেই হয়তো তার মৃত্যু হয়ে থাকতে পারে।
কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, খবর পেয়ে সঙ্গে সঙ্গে তিনিসহ ফোর্স ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিক সুরৎহাল রিপোর্টে মৃতের শরীরের কোথায়ও কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। কোনো অভিযোগ না থাকায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অনুরোধে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।