কেরানীগঞ্জে রাসায়নিক কারখানার গুদামে আগুন
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের বনডাকপাড়া এলাকার একটি রাসায়নিক কারখানার গুদামে বিকট শব্দে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন বলে জানা গেছে। এ ছাড়া বিস্ফোরণের পর এলাকার অন্তত ১২টি বাড়িতে ফাটল দেখা গেছে।
আজ রোববার দুপুর ১টার দিকে এ আগুন লাগে। এরই মধ্যে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের পরিদর্শক পলাশ।
আহত ব্যক্তিরা হলেন পান্না বেগম, আরিফ হেসেন, জুম্মুন মিয়া, দুলাল হোসেন ও ইয়াছিন।
এলাকাবাসী জানায়, দুপুর ১টার দিকে বনডাকপাড়া এলাকার রাসায়নিক কারখানার গুদামে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় পরপর তিনটি বিস্ফোরণের আওয়াজ পাওয়া যায়। এরপরই ওই গুদামে আগুন লেগে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ, র্যাব, উপজেলা প্রশাসন ও স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বিস্ফোরণের ঘটনায় ভবনের গ্লাস ও ইটের আঘাতে অন্তত পাঁচজন আহত হন।
এলাকাবাসী আরো জানায়, দীর্ঘদিন ধরে রাসায়নিক কারখানাটি সরিয়ে নেওয়ার জন্য বলা হলেও তা সরানো হয়নি। অবিলম্বে বনডাকপাড়া এলাকা থেকে রাসায়নিক কারখানা সরিয়ে নেওয়াসহ বিচারের দাবি জানিয়েছে এলাকাবাসী।

মো. দেলোয়ার হোসেন, কেরানীগঞ্জ