কোরবানির পশুর হাটকে টার্গেট করে জাল টাকার পরিকল্পনা, আটক ১
সিরাজগঞ্জর উল্লাপাড়ায় জাল টাকা তৈরির কারখানার সন্ধান মিলেছে। সেখান থেকে চার লাখ ৫৬ হাজার টাকার জাল নোট এবং জাল নোট তৈরির সরঞ্জাম জব্দ করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। একইসঙ্গে একজনকে আটক করেছে তারা। আজ বৃহস্পতিবার (১১ মে) বেলা সাড় ১১টার দিকে সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সামিউল ইসলাম। তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আসন্ন ঈদ-উল-আজহায় কোরবানির গরুর হাটকে টার্গেট করে দুই কোটি টাকার জাল নোট তৈরির পরিকল্পনা করছিল চক্রটি।
আটক ফরিদুল ইসলাম (২১) উল্লাপাড়া উপজলার পঞ্চক্রোশী ইউনিয়নের মাটিকুরা মাঠপাড়া গ্রামের বাসিন্দা।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিত সংঘবদ্ধ চক্রের কথা জানতে পারেন তারা। দীর্ঘদিন ধরে জাল টাকা তৈরি করে ওই চক্রটি সিরাজগঞ্জ ও তার পার্শ্ববর্তী টাঙ্গাইল, পাবনা, জামালপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে দিচ্ছিল।
গতকাল বুধবার রাতে গোয়েন্দা পুলিশের একটি আভিযানিক দল উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রাশী ইউনিয়নর মাটিকুরা মাঠপাড়া গ্রামে অভিযান চালায়। এসময় জাল টাকা তৈরি চক্রের সদস্য ফরিদুল ইসলামকে আটক করা হয়। এ সময় তার বসতবাড়ি থেকে জাল টাকা তৈরির সরমঞ্জামাদিসহ চার লাখ ৫৬ হাজার জাল টাকা উদ্ধার করা হয়।
আটক ফরিদুলের বিরুদ্ধে মামলার পর আদালতে পাঠানো হবে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।