‘খাবার কম দেওয়ায়’ বিয়ে পণ্ড, বরপক্ষ-কনেপক্ষের সংঘর্ষে আহত ১০
নরসিংদীর রায়পুরা উপজেলায় বিয়েবাড়িতে খাবার কম দেওয়াকে কেন্দ্র করে বরপক্ষ ও কনেপক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। উপজেলার হরিপুর গ্রামে গতকাল শুক্রবার এ ঘটনা ঘটে।
স্থানীয়রা বলছেন, সংঘর্ষের ফলে বিয়ে না করেই ফিরে যান বর। আর এজন্য রাগে-ক্ষোভে আত্মহত্যার চেষ্টা চালান কনে।
পুলিশ ও এলাকাবাসীর পক্ষ থেকে জানানো হয়েছে, প্রেমের সম্পর্কের সূত্র ধরে দুই পরিবারের সম্মতিতে গতকাল শুক্রবার এ বিয়ের দিন ঠিক করা হয়। এর মধ্যে বিয়েবাড়িতে দুপুরের পর বরযাত্রী এলে খাওয়া-দাওয়া শুরু হয়। একপর্যায়ে বরপক্ষের লোকজনকে খাবার কম দেওয়া হয়েছে—এমন অভিযোগ তুলে বরের বাবা ক্ষিপ্ত হন। ওই সময় তিনি খাবারভর্তি প্লেট ফেলে দেন। এ নিয়ে দুপক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। পরে তা হাতাহাতি ও মারামারিতে রূপ নেয়। এ ঘটনায় স্থানীয় সাংবাদিকসহ দুপক্ষের অন্তত ১০ জন আহত হন। খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনার পর বিয়ে সম্পন্ন না হয়েই বরসহ বরযাত্রীরা ফিরে যান। এদিকে, বিয়ে ভেঙে যাওয়ায় আত্মহত্যার চেষ্টা চালান কনে।
রায়পুরা থানার উপপরিদর্শক (এসআই) রাকিবুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘বরপক্ষকে খাবার কম দেওয়াকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে হাতাহাতি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। তবে, এ ঘটনায় কোনো পক্ষই থানায় অভিযোগ দেয়নি।’