খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে অ্যামনেস্টির উদ্বেগ
কারাবন্দি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
আজ বৃহস্পতিবার সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে অ্যামনেস্টি ওই উদ্বেগ প্রকাশ করে।
বিবৃতিতে বলা হয়, ‘শোনা যাচ্ছে খালেদা জিয়াকে পর্যাপ্ত চিকিৎসা দেওয়া হয়নি এবং তার অধিকার নিশ্চিত করা হয়নি।’
এমন পরিস্থিতিতে তাঁর চিকিৎসায় জাতিসংঘ আইন অর্থাৎ নেলসন ম্যান্ডেলা বিধি মেনে চলতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি। বিবৃতিতে বলা হয়েছে, আগে থেকেই অসুস্থ বেগম খালেদা জিয়া কারান্তরীণ হওয়ার পর থেকে বেশি অসুস্থ হয়ে পড়েছেন। অভিযোগ রয়েছে সরকার তাঁকে যথাযথ স্বাস্থ্যসেবা প্রদানে সচেষ্ট নয়।
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে কারাভোগ করছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

নিজস্ব প্রতিবেদক