খালেদ নির্দোষ, তাকে জড়ানো হয়েছে : জঙ্গি খালেদের বাবা
রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শরিফুল ইসলাম খালেদের বাবা বলেছেন, ‘আমার ছেলে শরিফুল ইসলাম খালেদ ডাবল এ প্লাস প্রাপ্ত। সে ইংরেজিতে অনার্সে পড়ে। সে নির্দোষ, তাকে মামলায় জড়ানো হয়েছে।’
আজ বুধবার দুপুরে ঢাকার সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের বিচারক মো.মজিবুর রহমান এ রায় ঘোষণার পরপর আসামির শরিফুল ইসলাম খালেদের বাবা আব্দুল হাকিম আদালত চত্বরে এসব কথা বলেন।
আব্দুল হাকিম বলেন, ‘আমি রাজশাহী বাগমারা পাইলট উচ্চ বিদ্যালয়ের গণিতের শিক্ষক ছিলাম। এখন অবসরে আছি। আমি আদালত কক্ষে প্রবেশ করতে পারিনি। আমার ছেলে কোনো অন্যায় করেনি। সে নির্দোষ। মিথ্যাভাবে তাকে মামলায় জড়ানো হয়েছে। আর মিথ্যা অভিযোগে তাকে সাজা দেওয়া হয়েছে।’ এ ব্যাপারে হাইকোর্টে যাবেন বলে জানিয়েছেন তিনি।
হাকিম বলেন, ‘খালেদ রাজশাহীর বাগমারা পাইলট উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৫ পেয়ে এসএসসি এবং রাজশাহী সিটি কলেজ থেকে একই বিভাগ থেকে জিপিএ ৫ পেয়ে এইচএসসি পাস করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে অনার্সে ভর্তি হয়ে তৃতীয় বর্ষে পড়ছিল। আমার ছেলে জঙ্গিবাদের সাথে জড়িত না। আমার ছেলে নিরপরাধ।’
এ সময় তার সঙ্গে হাকিমের ভাই ইসহাক আহম্মেদ ছিলেন। রায় ঘোষণার পর তাঁরা আদালতপাড়া ছেড়ে চলে যান।

নিজস্ব প্রতিবেদক