গভীর রাতে ছিন্নমূল মানুষের কাছে কম্বল নিয়ে হাজির হলেন মোংলার ইউএনও
গভীর রাতে মোংলার ছিন্নমূল মানুষের কাছে কম্বল নিয়ে হাজির হন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপংকর দাশ। তিনি শুক্রবার দিবাগত গভীর রাতে পৌর শহরের বিভিন্ন সড়কের পাশে আশ্রয় নিয়ে থাকা সহায়-সম্বলহীন মানুষের গায়ে জড়িয়ে দেন শীতের নতুন কম্বল।
এছাড়া পেটের তাগিদে তীব্র শীত উপেক্ষা করে রাস্তায় ভ্যান চালানো দরিদ্র চালকদের হাতে তুলে দেন একটি করে কম্বল। পশুর নদীর পাড়ের বিভিন্ন দোকানি ও বসবাসরতদেরও দেয়া হয়েছে শীত নিবারণের উপকরণ কম্বল। গভীর রাতে শীতে কাতরাতে থাকা ভিক্ষুকের ঝুপড়ি ঘরে ঢুকে তাদের গায়েও জড়িয়ে দেয়া হয় শীতের গরম কাপড়।
এ পসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশ বলেন, ‘গত কয়েকদিনের শৈত্য প্রবাহে মোংলায় শীতের তীব্রতা বেড়েছে। তাই রাতে নিতান্তই প্রয়োজন এমন মানুষগুলোর বাড়িঘরে, দোকানে ও পথেঘাটে গিয়ে তাদের গায়ে একটি করে কম্বল জড়িয়ে দেয়ার সামান্য কাজটুকু করেছি মাত্র।’ তার এ প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সাংবাদিক আবু হোসাইন সুমন, নুর আলম শেখ ও হাফিজুর রহমান।