গাছে আটকেপড়া কাক উদ্ধার করলেন ফায়ার সার্ভিসকর্মীরা
আজ বুধবার বেলা সোয়া ১১টার দিকে রাজশাহী নগরীর লক্ষ্মীপুর এলাকায় অন্য দিনের মতো ছিল মানুষের কর্মব্যস্ততা। হঠাৎ করে সাইরেন বাজিয়ে ফায়ার সার্ভিসের একটি গাড়ি আসতে দেখে মানুষ থমকে যায়। সবার মনে একটা প্রশ্ন কী হলো, আশপাশে কোথায় আগুন লাগল?
ফায়ার সার্ভিসের কর্মীরা যখন লক্ষ্মীপুর মোড়ের রূপালী ব্যাংকের সামনের গাছে মই লাগিয়ে ওপরে উঠে যায়, তখন সবার চোখ গাছের দিকে। কেউ আটকা পড়েছে কি না, তা খুঁজতে থাকে। কিন্তু প্রায় ৭০ ফুট ওপর থেকে ফায়ার সার্ভিস কর্মীরা একটি কাককে উদ্ধার করে নিয়ে আসে। তখন কারো কারো চোখে আনন্দ অশ্রু, হাততালি দিয়ে অভিনন্দন জানাতে থাকে ফায়ার সার্ভিস কর্মীদের।
অনেকেই বলেন, ফায়ার সার্ভিস আসলেই একটি জীবন রক্ষাকারী বাহিনী। একটি জীবনের মূল্য তাদের কাছে আছে, হোক না তা কোনো পশু বা পাখির।
এ সময় একজন মন্তব্য করেন, কী আর করবে? ফায়ার সার্ভিসের কর্মীদের কাজ নেই, তাই নিজের জীবনের ঝুঁকি নিয়ে কাক পাখি উদ্ধার করছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুর এলাকায় রূপালী ব্যাংকের সামনের গাছে কোনো এক সময় সুতার সঙ্গে একটি কাক আটকা পড়ে। অনেক চেষ্টা করেও নিজেকে উদ্ধার করতে পারেনি কাকটি। যতই চেষ্টা করে মুক্তির জন্য, ততই তার পাখা সুতার সঙ্গে আটকে যেতে থাকে। আজ সকালে হঠাৎ করে একই এলাকার উজ্জ্বল হোসেনের চোখে পড়ে আটকেপড়া কাকটি। তিনি কাকটি উদ্ধারের জন্য প্রথমে ৯৯৯-এ ফোন দেন, তারপর সেখান থেকে নম্বর নিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের স্টেশন কর্মকর্তা লতিফুর বারীর নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা করে কাকটিকে উদ্ধার করে। পরে পুলিশের একজন উপপরিদর্শক (এসআই) ও উজ্জ্বল হোসেনের কাছে হস্তান্তর করেন। তাঁরা কাকটিকে মুক্ত করে দেন।