লক্ষ্মীপুরের ইমামের রাজকীয় বিদায়!
একই মসজিদে ৪০ বছর ইমামতি, অবশেষে অবসরে গেলেন হাফেজ জাকারিয়া। তার এই বিদায়কে স্মৃতিময় করে রাখতে বিশেষ আয়োজন করেন মুসল্লিরা। ফুলেল শুভেচ্ছার পাশাপাশি আর্থিক সম্মাননা ও পরে গাড়িতে করে বিশেষ সম্মানসূচক প্রোটোকলে ওই গাড়ির সামনে মোটরসাইকেলের বহর দিয়ে নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়।
লক্ষ্মীপুরের দালাল বাজার কেন্দ্রীয় জামে মসজিদের এই ইমামকে সংবর্ধনা দেন মুসল্লিরা। জেলা সদর উপজেলার দালাল বাজারের মসজিদে গতকাল শুক্রবার (১৫ নভেম্বরর) বিকেলে জুমার নামাজের পর বিদায় জানানো হয় তাকে। ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন ৭৪ বছর বয়সী ইমাম।
এ সময় হাফেজ জাকারিয়া বলেন, বিগত ১৯৮৪ সাল থেকে এই মসজিদে ইমামতি করে আসছি। ৪০ বছরের বিদায় বেলায় এত ভালোবাসা ও সম্মান দেওয়ায় আমি সত্যিই মুগ্ধ। এমন আয়োজন প্রতিটি মসজিদে করা উচিত বলে মন্তব্য করেন তিনি।
পরে ইমাম হাফেজ জাকারিয়াকে মাইক্রোবাসে করে নিজ গ্রামের বাড়িতে পৌঁছে দেন এলাকাবাসী। এ সময় গাড়ির সামনে পেছনে মোটরসাইকেলের সারি দিয়ে যাত্রাপথ সাজানো হয়। বিশেষ সম্মান ও সম্বর্ধনায় আনন্দিত ইমামকে অশ্রুসিক্ত দেখা যায়।
জানা যায়, বার্ধক্যের কারণে অবসর নিয়েছেন হাফেজ জাকারিয়া।