গাজীপুরে ঝুটের গুদামে অগ্নিকাণ্ড, পুড়েছে ১৭টি গুদাম ও দোকান
গাজীপুরে ঝুটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭ গুদাম ও একটি মুদি দোকানের মালামাল পুড়ে গেছে। গতকাল মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর মহানগরের কোনাবাড়ি থানাধীন দেউলিয়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে, আগুন পুরোপুরি নেভাতে মধ্যরাত পর্যন্ত ড্যাম্পিংয়ের কাজ করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার সন্ধ্যায় একটি ঝুট গুদামে আগুন লাগে। মুহূর্তেই আগুন পার্শ্ববর্তী গুদামগুলোতে ছড়িয়ে ভয়াবহ আকার ধারণ করে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক মো. আব্দুল্লাহ আল আরেফীন বলেন, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের জয়দেবপুর স্টেশনের দুটি, সারাবো কাশিমপুর স্টেশনের দুটি, কালিয়াকৈর স্টেশনের দুটি ও ডিবিএল ফায়ার সার্ভিসের একটি ইউনিটসহ মোট সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর রাত ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। পুরোপুরি নেভাতে মধ্যরাত পর্যন্ত ড্যাম্পিংয়ের কাজ করা হয়।’
মো. আব্দুল্লাহ আল আরেফীন আরও বলেন, ‘প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় এখনও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।’