বকেয়া বেতনের দাবিতে রাজপথে শ্রমিকরা, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ যানজট
গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে একটি পোশাক কারখানার শ্রমিকরা। আজ বুধবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে গাজীপুর সিটি করপোরেশনের গাজীপুরা এলাকায় ‘তারা ট্যাক্স’ নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা গত অক্টোবর মাসের বকেয়া বেতনের দাবিতে এ অবরোধ সৃষ্টি করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত অক্টোবর মাসের বেতনের দাবিতে শ্রমিকরা আজ বুধবার সকালে কারখানার সামনে বিক্ষোভ করে। একপর্যায়ে তারা মিছিল নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এসে অবরোধ সৃষ্টি করে। এতে ওই সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। অবরোধের ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মোশাররফ হোসেন জানান, অক্টোবরের বেতনের দাবিতে শ্রমিকরা ঢাকা-মহাসড়ক অবরোধ করে রেখেছে। শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
অন্যদিকে, গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় বকেয়া বেতনের দাবিতে একটি পোশাক কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করছে। তবে পুলিশ জানায়, তাদের সঙ্গে কথা বলে দ্রুতই মহাসড়ক স্বাভাবিক করতে চেষ্টা করা হচ্ছে।

নাসির আহমেদ, গাজীপুর