গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নিহত ২
গাজীপুরে পৃথক ঘটনায় ট্রেনের নিচে কাটা পড়ে দুজনের প্রাণহানি হয়েছে। গতকাল শনিবার (১৮ মার্চ) দিনগত রাতে এসব ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও উপপরিদর্শক (এসআই) মো. শহীদুল ইসলাম হিরু।
নিহতদের একজন হলেন গাজীপুর মহানগরের গাছা থানার বাদে কলমেশ্বর এলাকার নাজমুল হাসান (২৪)। তবে, নিহত অপর ব্যক্তির পরিচয় জানা যায়নি।
এসআই শহীদুল ইসলাম হিরু বলেন, ‘গতকাল শনিবার গভীর রাতে ঢাকা-জয়দেবপুর রেলসড়কের পাশে ধীরাশ্রম রেল স্টেশনের কাছে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান নাজমুল হাসান। তিনি মানসিক প্রতিবন্ধী ছিলেন বলে জানা গেছে। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, ‘একই রাতে জেলার কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথান এলাকায় ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তাৎক্ষণিক তার পরিচয় জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। দুটি ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’