হাদি হত্যা : বিক্ষোভ শেষে ফেরার পথে বাসের ধাক্কায় শিবিরনেতা নিহত
বগুড়ার শেরপুরে শরিফ ওসমান বিন হাদি হত্যার প্রতিবাদ বিক্ষোভ থেকে ফেরার পথে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) ঢাকা-বগুড়া মহাসড়কের মহিপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত রাফিউল ইসলাম (২৩) উপজেলার রামেশ্বরপুর ইউনিয়নের রেজাউল করিমের ছেলে। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের শেরপুর শহর শাখার সাথী এবং শহর শাখার ৫ নম্বর ওয়ার্ড সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর উপজেলা শাখার প্রচার ও মিডিয়া বিভাগের সম্পাদক মো. ইফতেখার আলম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শেরপুর বাসস্ট্যান্ড শাহী জামে মসজিদে জুমার নামাজ শেষে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে আয়োজিত একটি বিক্ষোভ মিছিলে অংশ নেন রাফিউল। মিছিল শেষে তারা মোটরসাইকেলে করে বাড়ির পথে রওনা দেন। পথে মহিপুর এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা দ্রুতগতির অরিন পরিবহণের একটি যাত্রীবাহী বাস বিপরীত লেনে গিয়ে আরেকটি বাসকে ওভারটেক করার চেষ্টা করে। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়।
এতে রাফিউল ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশ অভিযান চালিয়ে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থানগড় এলাকা থেকে ঘাতক বাসসহ চালক আবদুল খালেককে (৩৬) আটক করে। আটক চালক গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার সাকোয়া গ্রামের বাসিন্দা।
শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) আল-আমিন বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং ঘাতক চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

জাহিদ হাসান, বগুড়া (শেরপুর-নন্দীগ্রাম)