গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ
গাজীপুরে ঈদ বোনাসসহ বেতন ভাতা পরিশোধের দাবিতে আজ রোববার কয়েকটি পোশাক কারখানার শ্রমিক বিক্ষোভ, কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট করেছে। এ সময় একটি কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গাজীপুর শিল্প পুলিশের ইনস্পেক্টর মো. আসাদুজ্জামান, কারখানার কর্মকর্তা ও স্থানীয়রা জানায়, গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকাস্থিত এলিগ্যান্ট গ্রুপের ‘ক্যাসিওপিয়া অ্যাপারেলস লিমিটেড’ পোশাক কারখানার শ্রমিকদের এপ্রিল মাসের বেতন পরিশোধের পূর্ব নির্ধারিত তারিখ ছিল আজ। এ কারখানায় প্রায় পাঁচ হাজার শ্রমিক রয়েছে। তারা প্রতিদিনের মতো সকালে কারখানায় এসে কাজে যোগ দেয়। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে মোবাইল একাউন্টে বেতনের টাকা না পাওয়ায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে সকাল ১০টার দিকে শ্রমিকরা কর্মবিরতি শুরু করে। এ সময় তারা ঈদ বোনাসসহ এপ্রিল মাসের বেতনভাতা পরিশোধের দাবিতে বিক্ষোভ করতে থাকে।
বেলা ১১টার দিকে শ্রমিকরা কারখানা থেকে বের হয়ে পার্শ্ববর্তী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেয়। এ সময় উত্তেজিত কিছু শ্রমিক কারখানার গেটে ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুর করে। এতে মহাসড়কে ওই এলাকার উভয়দিকে যানবাহন আটকা পড়ে চলাচল বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং মালিকপক্ষের সঙ্গে আলোচনায় বসে।
আলোচনা শেষে কারখানার মালিকপক্ষ আগামী ১৯ মে শ্রমিকদের বেতনভাতা পরিশোধ করার আশ্বাস দেয়। এ সময় তারা জানায় ব্যাংকিং ত্রুটির কারণে পূর্বনির্ধারিত সময়ে শ্রমিকদের পাওনাদি পরিশোধ করা সম্ভব হয়নি। দুপুরে মালিকপক্ষের এ ঘোষণার পর শ্রমিকরা তাদের আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করে নেয়। এতে পরিস্থিতি স্বাভাবিক হয় ও মহাসড়কে ফের যানবাহন চলাচল শুরু হয়।
এদিকে, গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকার জানান, রাজেন্দ্রপুর এলাকার হোসেন ফ্যাশন পোশাক কারখানাটির উৎপাদন কার্যক্রম দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। আজ সকালে এ কারখানার সামনে এসে জড়ো হয় শ্রমিকরা। এ সময় তারা ফেব্রুয়ারি থেকে চলতি এপ্রিল মাসের বেতন ভাতা ও ঈদবোনাসহ সব পাওনাদি পরিশোধের দাবিতে বিক্ষোভ করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। এ সময় পুলিশ মালিকপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়ার আশ্বাস দিলে বিক্ষুব্ধ শ্রমিকরা তাদের আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করে কারখানা এলাকা ত্যাগ করে।
এ ছাড়া এপ্রিল মাসের বেতনভাতা পরিশোধের দাবিতে গাজীপুর সিটি করপোরেশনের ডেগেরচালা এলাকার ইউরো ডেনিম, কোনাবাড়ি এলাকার হর্নভিলা ও স্পেস সোয়েটার পোশাক কারখানার শ্রমিকরা এদিন কর্মবিরতি ও বিক্ষোভ করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে পুলিশের ওই কর্মকর্তা জানিয়েছেন।