সিরাজগঞ্জে মহাসড়কে পিকআপভ্যানে আগুন
সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে যান্ত্রিক ত্রুটি থেকে সূত্রপাত হওয়া আগুনে একটি পিকআপভ্যান পুড়ে গেছে। ছবি : এনটিভি
সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে যান্ত্রিক ত্রুটি থেকে সূত্রপাত হওয়া আগুনে একটি পিকআপভ্যান পুড়ে গেছে। আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে মহাসড়কের কামারখন্দ উপজেলার ঝাঐল ধান গবেষণা ইনস্টিটিউটের সামনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, উত্তরবঙ্গগামী একটি পিকআপভ্যান যমুনা সেতু পার হয়ে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝাঐল ধান গবেষণা ইনস্টিটিউটের সামনে পৌঁছলে যান্ত্রিক ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই পুরো গাড়িতে আগুন ছড়িয়ে পড়লে ড্রাইভার-হেলপার নিরাপদে নেমে যান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। গাড়িটি চলাচলের অনুপযোগী হয়ে যাওয়ায় মহাসড়কের পাশেই রাখা হয়েছে।

শরীফুল ইসলাম ইন্না, সিরাজগঞ্জ