শাহবাগের বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আগুন
বুধবার রাজধানীর শাহবাগের বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হাসপাতালের ব্লক-এ এর ৪র্থ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ছবি : ফায়ার সার্ভিস
রাজধানীর শাহবাগের বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) একটি ভবনে আগুন লেগেছে। আজ বুধবার (২৬ নভেম্বর) বেলা ১১টা ১৪ মিনিটে হাসপাতালের ব্লক-এ এর ৪র্থ তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার খালিদ বিন ওয়ালিদ এ তথ্য নিশ্চিত করেন।
খালিদ বিন ওয়ালিদ বলেন, বেলা ১১টা ১৪ মিনিটে আগুন লাগার সংবাদ পাওয়া যায়। সঙ্গে সঙ্গে সেখানে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট চলে যায়। বেলা ১১টা ৩২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

নিজস্ব প্রতিবেদক