একসঙ্গে পৃথিবীর আলো দেখা পাঁচ নবজাতক হাসপাতালে, সাহায্যের আবেদন
বরিশালে এক সঙ্গে পাঁচ নবজাতকের জন্মের প্রায় দুই মাস পর ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হওয়ায় তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) ভর্তি করা হয়েছে। গত কয়েকদিনে একে একে পাঁচজন শিশুই অসুস্থ হয়ে পড়ে।
শিশুদের বাবা, মুদি দোকানি সোহেল হাওলাদার, পরিবারে সীমিত আয়ের কারণে চিকিৎসা ব্যয় মেটাতে পারছেন না। বিয়ের পাঁচ বছর পর এই দম্পতির সংসার আলোকিত করে আসা শিশুদের চিকিৎসা নিশ্চিত করতে সমাজের বিত্তবানসহ সরকারের সহযোগিতা কামনা করা হয়েছে।
তথ্য মতে, চলতি বছরের ৬ অক্টোবর বরিশাল নগরের হেমায়েত উদ্দিন ডায়াবেটিকস হাসপাতালে পটুয়াখালীর বাউফল উপজেলার কালিশুরী ইউনিয়নের লামিয়া আক্তার একসাথে তিন পুত্র ও দুই কন্যা সন্তান জন্ম দেন। জন্মের পর তাদের নাম রাখা হয়- হাসান, হোসাইন, মোয়াছিন, হাবিবা ও উমামা।
জন্মের পর শিশুরা শারীরিকভাবে সুস্থ ছিল। কিন্তু শীতের শুরুতে পর্যায়ক্রমে অসুস্থ হয়ে পড়ায় তাদের ভর্তি করা হয় শেবাচিম হাসপাতালে। জন্মের সময় শিশুরা ইভেন্ট ৮৪-এর উদ্যোগে সহায়তা পেয়েছিল।
শিশুদের মা লামিয়া আক্তার বলেন, আমার মা ও আমি মিলে শিশুদের লালন পালন করতে গিয়ে হিমশিম খাচ্ছি। প্রতিদিন তাদের জন্য খরচ অন্তত ২ হাজার টাকা। একটি কৌটা দুধ দুই দিনের খাবারের জন্যও যথেষ্ট নয়। প্রতিদিন দরকার কমপক্ষে ১০টি ডায়াপার। শীতের জন্য পর্যাপ্ত গরম কাপড়ের ব্যবস্থা করতে পারিনি। এ কারণে শিশুরা অসুস্থ হয়ে গেছে।
শিশুদের বাবা সোহেল হাওলাদার বলেন, আমার সন্তানরা যত বড় হচ্ছে খরচও তত বাড়ছে। স্বল্প আয়ে তাদের ভরণপোষণে বারবার ব্যর্থ হয়েছি। এই অর্থ সংকটের মধ্যে তারা অসুস্থ হয়ে পড়ায় পরিস্থিতি আরও খারাপ হয়েছে। সহায়তা না পেলে শিশুদের কষ্ট আরও বেড়ে যাবে।
আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) শেবাচিম হাসপাতালের শিশু বিভাগে বরিশাল জেলা সমাজসেবা অফিসের উপ-পরিচালক একেএম আখতারুজ্জামান তালুকদার ও সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ উপস্থিত হয়ে পাঁচ শিশুর চিকিৎসার ব্যবস্থা করেন। বিনামূল্যে ওষুধ ও ১৫ দিনের দুধ সরবরাহ করা হয়েছে।
উপ-পরিচালক একেএম আখতারুজ্জামান তালুকদার বলেন, ভবিষ্যতে শিশুদের চিকিৎসা ও খাদ্য ব্যয়ভার মেটাতে স্থায়ী সহযোগিতা প্রয়োজন। তাই সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানাই।
নবজাতকদের সাহায্য পাঠানো যাবে যেভাবে-
আল আরাফাহ ইসলামী ব্যাংক- 9901184619338
নবজাতকদের বাবা সোহেল হাওলাদারের মোবাইল নম্বর- ০১৭৮৩৮১৬৯৮০ (বিকাশ)

আকতার ফারুক শাহিন, বরিশাল