গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ
গাজীপুরে বকেয়া বেতন ভাতা পরিশোধের দাবিতে এক পোশাক কারখানার শ্রমিকরা কর্মবিরতি ও বিক্ষোভ করেছে। সেইসঙ্গে তারা ঢাকা-জয়দেবপুর সড়ক অবরোধ করে রাখে।
গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক ইসলাম হোসেন জানান, গাজীপুর সিটি করপোরেশনের লক্ষ্মীপুরা এলাকার স্টাইল ক্র্যাফ্টস লিমিটেড নামের পোশাক কারখানার শ্রমিকদের সেপ্টেম্বর ও অক্টোবর মাসের বেতন ৬৫ ভাগ করে পরিশোধ করেছে কর্তৃপক্ষ। কারখানায় প্রায় সাড়ে পাঁচ হাজার শ্রমিক রয়েছে।
কয়েকদিন ধরে শ্রমিকরা তাদের পাওনা সেপ্টেম্বর ও অক্টোবর মাসের অবশিষ্ট ৩৫ ভাগ করে ৭০ ভাগ বকেয়া বেতন ও নভেম্বরের বেতন পরিশোধের দাবি জানিয়ে আসছিল। কিন্তু কর্তৃপক্ষ এতে নানা টালবাহানা করতে থাকে। শ্রমিক অসন্তোষের মুখে একপর্যায়ে শ্রমিকদের পাওনাদি ২০ ডিসেম্বর পরিশোধের আশ্বাস দেয় কর্তৃপক্ষ। কিন্তু নির্ধারিত দিনে পরিশোধ না করে ২৩ ডিসেম্বর পরিশোধের আশ্বাস দেয়। কিন্তু বুধবারেও শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ না করে আবার ২৪ ডিসেম্বর পরিশোধের নতুন তারিখ ঘোষণা করে।
সর্বশেষ ঘোষণা অনুযায়ী আজ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত অপেক্ষার পরও শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ করেনি কর্তৃপক্ষ। এতে শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। বিক্ষুব্ধ শ্রমিকরা তাদের পাওনা বেতন ভাতা পরিশোধের দাবিতে দুপুরের খাবারের বিরতির পর থেকে কারখানার ভেতরে অবস্থান নিয়ে কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে বিকেল সাড়ে ৩টার দিকে শ্রমিকরা কারখানা থেকে বের হয়ে ঢাকা-জয়দেবপুর সড়কের ওপর অবস্থান নিয়ে অবরোধ করে। এতে ওই সড়কের উভয়দিকে শতশত যানবাহন আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
শিল্প পুলিশের পরিদর্শক সমীর চন্দ্র সূত্রধর জানান, শ্রমিক অসন্তোষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শ্রমিকদের সড়কের ওপর থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলেও শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করেনি। শ্রমিকরা বেতন পরিশোধের ব্যাপারে কারখানার মালিকের উপস্থিতি ও তাঁর সঙ্গে আলোচনার দাবি জানায়। এ সময় মালিকপক্ষের সঙ্গে শ্রমিক প্রতিনিধিদের আলোচনার মাধ্যমে সমঝোতার উদ্যোগ নেয় পুলিশ।
সন্ধ্যা ৭টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছিল। প্রায় সাড়ে তিন ঘণ্টা সড়ক অবরোধ অব্যাহত থাকায় যাত্রী ও পথচারীরা দুর্ভোগে পড়ে।