গাজীপুরে বকেয়া পরিশোধের দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ
গাজীপুরে বন্ধ কারখানা খোলাসহ বকেয়া বেতন- ভাতা ও ঈদ বোনাস পরিশোধের দাবিতে এক পোশাক কারখানার শ্রমিক ও কর্মকর্তারা বিক্ষোভ করেছে। এ সময় তাঁরা ঢাকা-গাজীপুর সড়ক অবরোধ করে। আজ বুধবার সকাল সোয়া ৮টার দিকে লক্ষ্মীপুরা এলাকার স্টাইল ক্র্যাফট পোশাক কারখানার শ্রমিকরা এই অবরোধ করে।
কারখানার শ্রমিকরা জানান, কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভের মুখে বকেয়া পাওনা আংশিক পরিশোধ করে গত ঈদুল আজহার আগে কারখানা ছুটি দেয় কর্তৃপক্ষ। আজ বুধবার থেকে কারখানাটি চালু হওয়ার কথা ছিল। এদিন আগের বকেয়া বেতনসহ ঈদুল আজহার বোনাস পরিশোধের কথা ছিল। কিন্তু আজ ভোরে কারখানা কর্তৃপক্ষ আগামী ১২ সেপ্টেম্বর পর্যন্ত ছুটি ঘোষণা করে গেইটে নোটিশ টানিয়ে দেয়।
গাজীপুর শিল্প পুলিশের উপপরিদর্শক সমীর চন্দ্র সূত্রধর জানান, পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী কারখানার শ্রমিকরা আজ সকালে কাজে যোগ দিতে আসে। এ সময় কারখানা বন্ধের নোটিশ দেখতে পেয়ে তাঁরা বিক্ষুব্ধ হয়ে পড়ে। এক পর্যায়ে সকাল সোয়া ৮টার দিকে তাঁরা কারখানার সামনে ঢাকা-জয়দেবপুর সড়কের উপর অবস্থান নেয়। পরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এতে সড়কের উভয় দিকে অ্যাম্বুলেন্সসহ শতাধিক যানবাহন আটকা পড়ে।
সমীর চন্দ্র সূত্রধর আরও জানান, আন্দোলনের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এতেও তাঁরা অবরোধ তুলে নেয়নি। এক পর্যায়ে প্রায় দেড় ঘণ্টা পরে সকাল পৌনে ১০টার তাঁরা অবরোধ তুলে নেয়।