নাশকতার আশঙ্কায় আশুলিয়ায় বেশিরভাগ পোশাক কারখানা বন্ধ
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/11/01/savar_news_pic.jpg)
বেতন বৃদ্ধির দাবিতে চলমান শ্রমিক অসন্তোষের মুখে নাশকতার আশঙ্কায় আশুলিয়ার বেশিরভাগ পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। আজ বুধবার (১ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে নিশ্চিন্তপুরে বিক্ষুব্ধ শ্রমিকরা নির্মাণাধীন এলিভেটেড এক্সপ্রেসওয়ের কিছু বেষ্টনী ভেঙে সড়ক অবরোধের চেষ্টা করে।
এ সময় পুলিশ বিক্ষুব্ধ শ্রমিকদের শান্ত করে বাসায় পাঠিয়ে দেয়। এরপর সড়কের বিভিন্ন পয়েন্টে শ্রমিকরা নামার চেষ্টা করলেও শেষ পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
আজ ভোর থেকেই শিল্পাঞ্চলে পুলিশের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। ভাঙচুরসহ অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় পূর্ব সতর্কতা হিসেবে সকাল থেকেই বিভিন্ন কারখানার ফটকে ছুটির নোটিশ টানিয়ে দেয় কর্তৃপক্ষ।
নোটিশে বলা হয়েছে, কারখানা কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক আজ কারখানার সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে। তবে আগামীকাল বৃহস্পতিবার (২ নভেম্বর) সকাল থেকে কারখানার কার্যক্রম সচল থাকবে। এ ক্ষেত্রে সব কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিককে যথা সময়ে কারখানায় উপস্থিত হওয়ার জন্য বলা হয়েছে।