সাভারে বেশ কয়েকটি কারখানায় কর্মবিরতি, আটক ২
সরকার ঘোষিত বার্ষিক ৯ শতাংশ ইনক্রিমেন্ট প্রত্যাহারসহ নতুন আরও কিছু দাবি-দাওয়া নিয়ে আজ শনিবারও (১৪ ডিসেম্বর) কর্মবিরতি পালন করেছেন শিল্পাঞ্চল আশুলিয়ার বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা। কয়েকদিনের লাগাতার কর্মবিরতির কারণে নতুন করে অস্থিরতার সৃষ্টি হয়েছে এই শিল্পাঞ্চলে। অরাজক পরিস্থিতি সৃষ্টির অভিযোগে সকালে আটক করা হয়েছে দুই শ্রমিককে।
বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূইয়া। তিনি জানান, সকালে আশুলিয়ার দক্ষিণ বাইপাইল এলাকার চীনা মালিকানাধীন ডংলিয়ন ফ্যাশন লিমিটেড নামের গার্মেন্টসে ছাঁটাইকৃত শ্রমিকরা বিক্ষোভ করে প্রতিষ্ঠানটিতে ইট পাটকেল নিক্ষেপ করে।
এ সময় পুলিশ তাদের হটিয়ে দিলে ক্ষুব্ধ শ্রমিকরা গিল্ডেন অ্যাক্টিভওয়্যার বাংলাদেশ লিমিটেড নামের বিদেশি মালিকানাধীন আরেকটি কারখানায় হামলা চালালে পুলিশ সেখান থেকে দুজনকে আটক করে।
এছাড়া গত কয়েক দিনের কর্মবিরতির ধারাবাহিকতায় শনিবার সকালে কারখানায় হাজিরা নিশ্চিত করে কাজ বন্ধ রাখে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক সভাপতি সিদ্দিকুর রহমানের মালিকানাধীন স্টারলিং ক্রিয়েশন লিমিটেড, ক্রস ওয়্যার লিমিটেড, আইডিএস, এইচ আর টেক্সটাইল ও ফ্যাশন ফোরামের শ্রমিকরা।
উদ্ভূত পরিস্থিতিতে চারটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ এছাড়াও শ্রম আইন অনুযায়ী ‘নো ওয়ার্ক নো পে’ বা—‘কাজ নেই, মজুরি নেই’ নিয়মে বন্ধ রয়েছে চারটি তৈরি পোশাক কারখানা।
শ্রমিক অসন্তোষের কারণে বন্ধ কারখানার শ্রমিকরা কোনো বেতন পাবেন না। শ্রমিকরা বলছেন, মূল্যস্ফীতি এবং নিত্য পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে তাদের জীবনযাপন করা কঠিন হয়ে পড়েছে। বাধ্য হয়েই তারা বাৎসরিক বেতন ১৫ শতাংশ বাড়ানোর দাবিতে কর্মবিরতি পালন করেছেন।
তবে, বেতন বাড়ানোসহ ১৮ দফা দাবিতে টানা দুই মাসের অচলাবস্থা শেষে শিল্পাঞ্চলে স্বাভাবিক অবস্থা ফিরে আসার পর পোশাক খাতে হঠাৎ করে অস্থিরতার পেছনে দেশি-বিদেশি ইন্ধন ও চক্রান্ত দেখছেন মালিকপক্ষ।
শিল্প পুলিশ বলছে, শ্রমিকরা ইনক্রিমেন্ট বাড়ানোর দাবিতে যে আন্দোলন ও কর্মবিরতি পালন করছেন তা আলাপ আলোচনার মাধ্যমে মিমাংসার চেষ্টা চলছে। সব পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে পরিস্থিতির উন্নতি করতে পুলিশ সক্রিয়ভাবে কাজ করছে। এ ছাড়া সেনাবাহিনীর সদস্যরাও যেকোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রস্তুত রয়েছে।