গুলিস্তানের বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ২১
রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারের ভবনে বিস্ফোরণের ঘটনায় আরও একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২১। আজ বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুরে ফায়ার সার্ভিস ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে। সংস্থাটির উপ-পরিচালক (ঢাকা) দিনমনি শর্মা মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
সকালে তৃতীয় দিনেরমত উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। অভিযানের এক পর্যায়ে ধ্বংসাবশেষের মধ্যে একজনের মৃতদেহ খুঁজে পায় তারা। উদ্ধার অভিযান সম্পর্কে ফায়ার সার্ভিস ট্রেনিং কমপ্লেক্সের ভাইস প্রিন্সিপাল আনোয়ারুল হক বলেন, ‘উদ্ধারকারীরা বেজমেন্টের ভেতরে তল্লাশি চালিয়ে একজনের মরদেহ উদ্ধার করেছে। তবে, এখনও তার পরিচয় শনাক্ত করা যায়নি।’
এর আগে বিস্ফোরণের ঘটনায় আহত মো. মুসা (৪৭) শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
অন্যদিকে বিস্ফোরণে আহতদের চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক।
মো. নাজমুল হক বলেন, ‘সিদ্দিকবাজারে আহতদের সব ধরনের চিকিৎসার ব্যবস্থা করেছি। আহত ব্যক্তিদের চিকিৎসায় একটি মেডিকেল বোর্ডও গঠন করা হয়েছে।’ আহত অবস্থায় ভর্তি ২০ জনের মধ্যে পাঁচজনকে ছাড়পত্র দেওয়া হয়েছে বলেও জানান তিনি। এ ছাড়া ঘটনায় আহত ও অগ্নিদগ্ধদের মধ্যে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এখনও ৯ জন চিকিৎসা নিচ্ছেন।