গোপালগঞ্জে করোনার টিকা দিতে পুলিশের ব্যতিক্রমী উদ্যোগ
গোপালগঞ্জে করোনার টিকা দিতে পুলিশ ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে। গোপালগঞ্জ সদর থানা এলাকায় অভিযান চালিয়ে ৪৯ জন ভাসমান মানুষকে আজ বৃহস্পতিবার জেলা পুলিশ করোনা টিকা দেওয়ার ব্যবস্থা করে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম এনটিভি অনলাইনকে জানান, জেলার অনেক মানুষ এখনও কোভিড-১৯-এর টিকা গ্রহণ করেনি। তাই আজ শহরের চৌরঙ্গী, লঞ্চঘাট, ফলপট্টি, কাঁচাবাজার এলাকাসহ বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৪৯ জন ভাসমান মানুষকে টিকার উপকারিতার কথা বুঝিয়ে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের টিকাকেন্দ্রে নিয়ে টিকা দেওয়ার ব্যবস্থা করা হয়। আগামীতেও গোপালগঞ্জ জেলা পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।